ঢাকা: চলতি বছরের ডিসেম্বরের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজননখাতে ঋণ বিতরণ জোরদার করতে ব্যাংকগুলোকে তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (৩১ আগস্ট) ১২টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এমন তাগিদ দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, মহাব্যবস্থাপক প্রভাস চন্দ্র মল্লিক উপস্থিত ছিলেন।
চলতি বছরের জানুয়ারিতে দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন প্রকল্পের ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে কয়েকজন ঋণ গ্রহিতার হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
এখাতে ঋণ বিতরণ করতে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর এই পুন অর্থায়ন কর্মসূচি থেকে ঋণ বিতরণের জন্য ১২টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অংশগ্রহকমূলক চুক্তি সম্পাদিত হয়।
এগুলো হলো সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আনসার ভিডিপি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স।
বুধবার বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, এ কার্যক্রম শুরুর পর থেকে জুলাই পর্যন্ত ৭৭ কোটি টাকার ঋণ বিতরণ করতে পেরেছে। ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া কৃত্রিম প্রজনন খাতে ঋণ প্রকল্পের সঙ্গে সরকারের ব্যয়ের সংশ্লিষ্টতা রয়েছে। কারণ এখানে ৫ শতাংশ সুদ ভর্তুকির বিষয় রয়েছে। এজন্য ঋণ বিতরণ জোরদারের পাশাপাশি তা যেন যথাসময়ে আদায় হয় সেদিকেও ব্যাংকগুলোকে নজর রাখার পরামর্শ দেও
য়া হয়েছে।
বাংলাদেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষে গেল বছরের জুনে ২০০ কোটি টাকার একটি বিশেষ পুনঃ অর্থায়ন কর্মসূচি চালু করে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে মাত্র ৫ শতাংশ সুদে ঋণ পাচ্ছেন কৃষকরা। একজন কৃষককে ৪টি বকনা বাছুর কেনার জন্য ২ লাখ টাকা করে ঋণ দেওয়া হচ্ছে।
এতোদিন এই ঋণের বিপরীতে জামানত রাখার নিয়ম ছিল। সম্প্রতি এক পরিপত্র জারি করে জামানত ছাড়াই ঋণ প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
এসই/এসআর