ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেশব্যাপী শুরু হলো আয়কর মেলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
দেশব্যাপী শুরু হলো আয়কর মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর’ এ স্লোগানকে সামনে রেখে সারাদেশে আয়কর মেলা শুরু হয়েছে।

‌‌‌বুধবার (২ নভেম্বর) বিভিন্ন জেলায় আয়কর মেলার উদ্বোধন করা হয়।

বাংলানিউজের বিভিন্ন ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো এ মেলার খবর:

চাঁদপুর: সকাল ১১টার দিকে চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে আয়কর মেলার উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাসিরউদ্দিন আহম্মদ।

কর অঞ্চল কুমিল্লা-চাঁদপুর কার্যালয় আয়োজিত এ মেলায় সভাপতিত্ব করেন কুমিল্লা কর অঞ্চলের উপ-সহকারী কমিশনার বাদল চন্দ্র দাস।

ঝিনাইদহ: সকালে ঝিনাইদহ শহরের মাওলানা ভাসানী সড়কে মেলার উদ্বোধন  করা হয়।

খুলনা কর আপিল অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. মহিতুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

জয়পুরহাট: সকাল ১১টার দিকে জয়পুরহাট টাউন হল চত্বরে আয়কর মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শামসুল আলম দুদু।  

এ সময় জয়পুরহাট জেলা প্রশাসক আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

নোয়াখালী: সকাল ১০টার দিকে মাইজদী বিআরডিবি মিলনায়তনে মেলার উদ্বোধন করেন নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল।

এতে সভাপতিত্ব করেন কর অঞ্চল কুমিল্লার যুগ্ম কর কমিশনার মো. মাহমুদুল হাসান ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন নোয়াখালী সার্কেলের সহকারী কর কমিশনার মোহাম্মদ আরিফুল আলম।

সাতক্ষীরা: দুপুর ১২টার দিকে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা কর অঞ্চল আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

কর অঞ্চল খুলনার অতিরিক্ত কমিশনার রিয়াজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।

ঠাকুরগাঁও: দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও উপ-কর কমিশনের কার্যালয় সার্কেল ১৯-এর আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

ঠাকুরগাঁও উপ-কর কমিশনের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত মেলায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও কর অঞ্চলের সহকারী কর কমিশনার সার্কেল-১৯ আফরোজা বেগম। এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

লক্ষ্মীপুর: দুপুরে জেলা আয়কর কার্যালয় প্রাঙ্গণে আয়কর মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রশাসক মো. শামছুল ইসলাম।

এতে সভাপতিত্ব করেন- কুমিল্লা কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. মাহমুদুল হাসান ভূঁইয়া।

এছাড়া দেশের বিভিন্ন জেলায় আয়কর মেলা শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।