ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল বন্দর পরিচালকের বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
বেনাপোল বন্দর পরিচালকের বদলি

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) নিতাই চন্দ্র সেনকে ঢাকায় বদলি করা হয়েছে। তার স্থলে বেনাপোল বন্দরে ভারপ্রাপ্ত হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালন করছেন বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল। 

বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) নিতাই চন্দ্র সেনকে ঢাকায় বদলি করা হয়েছে। তার স্থলে বেনাপোল বন্দরে ভারপ্রাপ্ত হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালন করছেন বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল।

 

বুধবার (০৭ ডিসেম্বর) সকালে বেনাপোল বন্দর থেকে তাকে জনপ্রশাসন  মন্ত্রণালয় থেকে জেনারেল ম্যানেজার ট্রান্সপোর্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পদে বদলির আদেশ আসে। দুই-একদিনের মধ্যে সেখানে তিনি দায়িত্ব নেবেন বলে জানা গেছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক (স্থলবন্দরের ট্রাফিক বিভাগের নব নিযুক্ত ভারপ্রাপ্ত পরিচালক) আব্দুল জলিল বদলির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

জানা যায়, বন্দর পরিচালক নিতাই চন্দ্র সেন ২০১৪ সালের ১০ আগস্ট বেনাপোলে বন্দর পরিচালকের (ট্রাফিক) দায়িত্ব নেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
ইউজি/এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।