ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মার্কিন প্রতিনিধি দলের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
মার্কিন প্রতিনিধি দলের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে মার্কিন প্রতিনিধি দল

ঢাকা: সম্প্রতি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছে মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল। সেখানে তাদেরকে স্বাগত জানান বেক্সিমকো লিমিটেডের প্রধান নির্বাহী এবং গ্রুপ পরিচালক সৈয়দ নাভেদ হুসেন।

প্রতিনিধি দল উভেন ফেব্রিক্স, ইয়ার্ন, ডিজিটাল প্রিন্টিং, ওয়াশিং প্ল্যান্ট, গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং, শাইনপুকুর সিরামিকসহ ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের আকার এবং সক্ষমতা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা।

তারা এই পার্কের সৌন্দর্যের বিশেষ প্রশংসা করেন।

বেক্সিমকো গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ নাভেদ হুসেন বিশ্বের নেতৃস্থানীয় ভার্টিক্যাল ফ্যাশান অ্যাপারেল উৎপাদনকারী বেক্সিমকোর ব্র্যান্ড স্ট্যাটাস এবং আন্তর্জাতিক এমপ্লয়ার চয়েস হিসেবে সারা বিশ্বের সর্বোচ্চ মেধা আকর্ষণে বেক্সিমকোর অবস্থান প্রতিনিধি দলটির কাছে তুলে ধরেন।

আন্তর্জাতিক ক্রেতারা বেক্সিমকোর পণ্য এবং এর উন্নত প্রযুক্তির প্রশংসা সবসময়ই করে আসছেন বলে প্রতিনিধি দলটিকে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।