আপনার জন্যই বাজারে এসেছে অটোমেটিক ওষুধ মিক্সার। যা চলবে বিদ্যুৎ ছাড়াই।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী দশম ইন্টারন্যাশনাল পোল্ট্রি শো অ্যান্ড সেমিনারে চলছে এমন একটি যন্ত্রের প্রদর্শনী। এটি বাজারে এনেছে প্রোভেট রিসোর্স লিমিটেড। প্রতিষ্ঠানটি এ যন্ত্রের নাম দিয়েছে ডোজাট্রোন।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, কোনো বিদ্যুৎ সংযোগ ছাড়াই চলছে ডোজাট্রোন। খামারে পশুর খাবারের জন্য যে পানির লাইন রয়েছে, পানির ট্যাংক থেকে সেই লাইনের মাঝামাঝি এটি সংযোগ করে দিলেই হয়। যন্ত্রটি ট্যাংক থেকে নেমে আসা পানির চাপে নিচের অংশে রাখা ওষুধ বা ভ্যাকসিন টেনে ওপরে তুলে অন্যদিক দিয়ে বের করে দেয়। আর এ সময়ের মধ্যে মিশ্রণটাও তৈরি হয়। এভাবে প্রতিঘণ্টায় আড়াই হাজার লিটার পানি সাপ্লাই দিতে পারে ডোজাট্রোন।
যতটুকু পানির সঙ্গে ওষুধের মিশ্রণ দরকার, তা ডোজাট্রোনের গায়ের মিটারে সেট করে দিলেই হবে।
প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার কৌশিক শেঠী বাংলানিউজকে বলেন, মেশিনটি বিদ্যুৎ ছাড়াই চলে। এর দাম পড়বে ৩০ হাজার টাকা। রয়েছে ১ বছরের ওয়ারেন্টি।
দশম ইন্টারন্যাশনাল পোল্ট্রি শো অ্যান্ড সেমিনার শুরু হয়েছে বৃহস্পতিবার (০২ মার্চ)। যার পর্দা নামবে শনিবার (০৪ মার্চ) রাতে।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
ইইউডি/আরআর/জেডএস
**আইসিসিবিতে জমেছে পোল্ট্রি শো