ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকা কাস্টম হাউসের কমিশনার প্রকাশ দেওয়ান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
ঢাকা কাস্টম হাউসের কমিশনার প্রকাশ দেওয়ান

ঢাকা: ঢাকা কাস্টম হাউসের কমিশনার হিসেবে প্রকাশ দেওয়ানকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূসক, ঢাকা’র মহাপরিচালক হিসেবে কর্মরত আছেন।

রোববার (০২ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মো. শামসুদ্দিন কর্তৃক স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।  

দ্বিতীয় সচিব মো. শামসুদ্দিন কর্তৃক স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে ঢাকা কাস্টমস হাউসের কমিশনারের দায়িত্ব পালন করতে হবে।

বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের এ কর্মকর্তা তার অপর ব্যাচমেট মো. লুৎফর রহমান এর স্থলাভিষিক্ত হবেন।

এ বিষয়ে অতিরিক্ত দায়িত্ব পাওয়া সদ্য কমিশনার প্রকাশ দেওয়ান বাংলানিউজকে বলেন, রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে একটি চিঠি পেয়েছি। সেখানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমাকে কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (০৩ এপ্রিল) থেকে দায়িত্ব নিতে হবে।

উল্লেখ্য, কমিশনার মো. লুৎফর রহমান গত বৃহস্পতিবার পদোন্নতি পেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কাস্টমস নীতি) হিসেবে যোগদান করেছেন। ফলে ঢাকা কাস্টমস হাউসের কমিশনার পদটি শূণ্য থাকায় কমিশনার হলেন প্রকাশ দেওয়ান। অন্যদিকে মো. লুৎফর রহমান ২০১৫ সালের ৫ মার্চ ঢাকা কাস্টমস হাউজের কমিশনার হিসেবে নিয়োগ পান। কমিশন‍ার হিসেবে দায়িত্ব গ্রহন করার পর ঢাকা কাস্টম হাউস এ সময়ে রাজস্ব আহরণ ও চোরাচালান প্রতিরোধে দৃশ্যমান সাফল্য অর্জন করেছে।  

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসজে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।