ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চালু হচ্ছে ‘স্টার লাইন স্পেশাল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চালু হচ্ছে ‘স্টার লাইন স্পেশাল’ চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চালু হচ্ছে ‘স্পেশাল স্টার লাইন’ ছবি: সংগ্রহীত

ফেনী: ক্রমবর্ধমান যাত্রী চাহিদা বিবেচনায় নিয়ে উন্নত সেবা ও আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি দিয়ে চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে শিগগিরই চালু হচ্ছে স্টার লাইনের স্পেশাল বাস সার্ভিস।

এ লক্ষ্যে রোববার (০২ এপ্রিল) বিকেলে ঢাকার গুলশানে নাভানা গ্রুপ ও স্টার লাইন গ্রুপের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তিতে স্বাক্ষর করেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে নাভানা গ্রুপের চেয়ারম্যান শফিউল ইসলাম কালাম এবং ফেনী পৌর মেয়র ও স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন।

সূত্র জানায়, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে স্টার লাইন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্টার লাইন স্পেশাল বাস সার্ভিস চালুর লক্ষ্যে ৪০টি আধুনিক ও সাম্প্রতিক উন্নত মডেলের বাস সরবরাহ করবে নাভানা গ্রুপ।

বাসগুলোতে আধুনিক যাত্রীসেবা নিশ্চিতের লক্ষ্যে আরামদায়ক আসন ব্যবস্থা, বিদেশি ফিটিংয়ে বর্ণিল সাজসজ্জাসহ সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। এতে করে ওইসব অঞ্চলে যাতায়াতকারী যাত্রী সাধারণ নির্ধারিত ভাড়ায় আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের অভিজ্ঞতা লাভ করবে বলে স্টার লাইন স্পেশাল সূত্রে জানা যায়।
চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চালু হচ্ছে ‘স্পেশাল স্টার লাইন’ ছবি: বাংলানিউজ
স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন বাংলানিউজকে বলেন, দীর্ঘদিনের সুনাম অক্ষুণ্ন রেখে স্টার লাইন স্পেশাল আন্তঃজেলা যোগাযোগের ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে। তার অংশ হিসেবে ক্রমবর্ধমান যাত্রী সাধারণের চাহিদার কথা বিবেচনা করেই চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে বাস সার্ভিস চালুর উদ্যোগ গ্রহণ করেছে স্টার লাইন স্পেশাল পরিবহন।

তিনি আরও বলেন, দক্ষ ও পেশাদার চালক, গাইড ও সহকারীদের সমন্বয়ে দীর্ঘদিন ধরে স্টার লাইন স্পেশালের এসি ও নন এসি বাস সার্ভিস সবসময় যাত্রীসেবায় সচেষ্ট থেকেছে। এ ধারা অব্যাহত রেখে প্রশিক্ষিত কর্মী, চালক, গাইড ও সহকারীদের মাধ্যমে যাত্রীদের ধূমপানমুক্ত পরিবেশে, নিরাপদে যাত্রীদের উন্নত ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা স্টার লাইন স্পেশাল পরিবহন।

দেশের বিভিন্ন স্থানে যাতায়াতে স্টার লাইন স্পেশাল যাত্রী সাধারণের কাছে পরিচিত ও জনপ্রিয় একটি বাহন হয়ে উঠেছে বলেও ‍জানান নির্বাহী পরিচালক জাফর উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা ০৩ এপ্রিল ২০১৭
এসএইডি/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।