ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দলিতদের জন্য ভাতা চাইলেন অর্থ প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
দলিতদের জন্য ভাতা চাইলেন অর্থ প্রতিমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর জীবনের চালচিত্র শীর্ষক সেমিনার

ঢাকা: চলতি বছরেই দলিত শ্রেণির জন্য দলিত ভাতার চালুর আহ্বান জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান।

বৃহস্পতিবার (৬ এপ্র্রিল) রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইননোভেশন সেন্টারে ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনের চালচিত্র’ শীর্ষক এক গবেষণা রিপোর্ট উপস্থাপন অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, যারা দলিত, তারা প্রান্তিকেরও প্রান্তিক।

তারা এই উপমহাদেশে হাজার বছর ধরে দারিদ্র সীমার নিচে বসবাস করছে। এই প্রান্তিকতা শাস্ত্রীয় প্রান্তিকতা।

আসন্ন বাজেট থেকেই দলিত ভাতা চালুর আহ্বান জানিয়ে আব্দুল মান্নান বলেন, আপনাদের সহযোগিতা পেলে আমি অর্থমন্ত্রীর কাছে দলিত ভাতা চালুর অনুরোধ জানবো। যাতে এই বাজেট থেকে এই বছরেই দলিতদের যেন ভাতা দেওয়া হয়।

তিনি আরও বলেন, গত ৩ এপ্রিল মন্ত্রিপরিষদের বৈঠকে চট্টগ্রাম ভূমি নিয়ে আলোচনা হয়েছে। সমভূমিতে যেভাবে মালিকানা নির্ধারণ করা হয়, তেমনিভাবে যারা দীর্ঘদিন ধরে এসব ভূমিতে বসবাস করছে তারাও ভূমির মালিকান পাবে।
 
প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি শাস্ত্রীয় অবিচার দূর করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও শক্তিশালী উচ্চারণ প্রয়োজন বলে মনে করেন অর্থ প্রতিমন্ত্রী।

সিপিডি’র ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফজলে হাসান আবেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মহসীন, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, বিআইডিএসের গবেষণা পরিচালক ড. কাজী আলী তৌফিক প্রমুখ।

বাংলাদেশ সময়:  ০৩১৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২৯১৭
এএম/এমআইএইচ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।