ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পদ্মার নামে দ্বিগুণ দামে বিকোচ্ছে বার্মিজ ইলিশ!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
পদ্মার নামে দ্বিগুণ দামে বিকোচ্ছে বার্মিজ ইলিশ!  একই ডালায় বিক্রি করা বার্মিজ ইলিশও চালানো হচ্ছে ‘পদ্মার ইলিশ’ বলে। ছবি: সুমন

ঢাকা: পহেলা বৈশাখের চাহিদাকে পুঁজি করে মায়ানমারের বড় বার্মিজ ইলিশ এনে পদ্মার বলে বিক্রি করছেন ব্যবসায়ীরা। আর ‘পদ্মার ইলিশ’ ভেবে বেশি দাম দিয়ে সেগুলো কিনে প্রতারিত হচ্ছেন রাজধানীবাসী।

শনিবার (০৮ এপ্রিল) রাজধানীর কারওয়ানবাজার ও গুলশান-২ বাজারে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পহেলা বৈশাখের এখনো সপ্তাহখানেক বাকি থাকলেও ইলিশের দামে লেগেছে বৈশাখী হাওয়া। আর সে হাওয়ায় দাম বেড়েছে প্রায় দ্বিগুণ।


 
মায়ানমার থেকে আমদানি হয়ে আসা বার্মিজ ইলিশকারওয়ানবাজারে একই সারিতে পদ্মা ও বার্মিজ ইলিশ ইলিশ সাজিয়ে বিক্রি করছেন বিক্রেতারা। ছোট, বড়, মাঝারি সব ধরনের ইলিশ মাছকেই ‘পদ্মার ইলিশ’ বলে ‘আগে আসলে কমে পাবেন, পরে আসলে মিস করবেন’ এমন বাহারি কথার ফলঝুরিতে ডাকছেন ক্রেতাদের।

নাম প্রকাশ না করার শর্তে এক ইলিশ মাছ ব্যবসায়ী বাংলানিউজকে বলেন, রাজধানীর বাজারগুলোর বেশিরভাগ ইলিশ মাছই এখন বাইরের দেশ থেকে আমদানি করা। সবচেয়ে বেশি আনা হয়েছে মায়ানমারের বার্মিজ ইলিশ। পহেলা বৈশাখ উপলক্ষে ছোট মাছের চাহিদা কম ও বড় ইলিশের বেশি থাকায় সেগুলো আমদানি করছেন ব্যবসায়ীরা। পরে দেশি-বিদেশি সব ধরনের, সব ওজনের মাছই বিক্রি করা হচ্ছে ‘পদ্মার ইলিশ’ নামে। আর ‘পদ্মার ইলিশ’ ভেবে বেশি দাম দিয়ে সেগুলো কিনে নিয়েও যাচ্ছেন নগরবাসী।

ক্রেতারাও বলছেন, সব ধরনের ইলিশের দামই চড়া। বিশেষ করে গত সপ্তাহের তুলনায় বেড়ে গেছে প্রায় দ্বিগুণ।

কারওয়ানবাজারে ইলিশ কিনতে আসা মো. আরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘গত সোমবার এক কেজি ওজনের ইলিশ কিনেছি ১ হাজার ১শ’ টাকায়। কিন্তু আজ (শনিবার) দেখছি, তার দ্বিগুণ হয়ে গেছে’।
 
কারওয়ানবাজারের মাছের বাজার ঘুরে দেখা গেছে, এক কেজির একটু বেশি ওজনের ইলিশ প্রতি হালি বিক্রি হচ্ছে ৭ হাজার ৫০০ টাকায়, যা গত সপ্তাহে ছিলো ৪ হাজার টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকা। ৮শ’ গ্রাম ওজনের ইলিশ হালিপ্রতি বিক্রি হচ্ছে ৬ হাজার টাকায়, যা গত সপ্তাহে ছিলো ৩ হাজার ৬০০ টাকা থেকে ৩ হাজার ৮০০ টাকা। ৭শ’ গ্রাম ওজনের ইলিশের হালিপ্রতি মূল্য ৫ হাজার টাকা, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ২ হাজার ৮০০ টাকা থেকে ৩ হাজার টাকা।

অন্যদিকে মায়ানমার থেকে আসা ২ কেজি ওজনের বার্মিজ ইলিশ বিক্রি হচ্ছে প্রতিটি ৬ হাজার ৫০০ টাকা থেকে ৭ হাজার টাকা, যা গত সপ্তাহে ছিলো ৩ হাজার ৮০০ টাকা থেকে ৪ হাজার টাকা।  

গুলশান-২ কাঁচাবাজারে কেজিপ্রতি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ টাকা থেকে ২ হাজার টাকায়, যা গত সপ্তাহে ছিলো ১ হাজার ২০০ টাকা।
 
পদ্মার ইলিশের সঙ্গে বার্মিজ ইলিশের পার্থক্য করা কঠিনকারওয়ানবাজারের ইলিশ মাছ ব্যবসায়ী মো. মোস্তফা বাংলানিউজকে বলেন, ‘গত সপ্তাহের তুলনায় দাম বেশি দিয়ে কিনে আনতে হয়েছে। বাজারের বেশিরভাগ ইলিশ মাছই বাইরের দেশের। অন্যদিকে মাছ কম, ক্রেতা বেশি। সাধারণত পহেলা বৈশাখে বড় মাছের চাহিদা বেশি থাকে। আর  পদ্মার ইলিশ ছোট হওয়ায় বেশি দাম দিয়ে বাইরে থেকে আমাদের বড় মাছ কিনে আনতে হয়। আবার যাদের স্টকে মাছ রয়েছে, তারাও দাম বাড়িয়ে দিয়েছেন’।

‘কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যে এখনো ইলিশের দাম রয়েছে, যা মানুষ কিনতে পারছেন। তবে দু’একদিনের মধ্যে ইলিশের দাম আরও বাড়বে’।  
 
বাংলাদেম সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এসজে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।