ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অলিম্পিক নিয়ে এলো ‘ব্ল্যাক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
অলিম্পিক নিয়ে এলো ‘ব্ল্যাক’ অলিম্পিক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড তাদের ভিন্নধর্মী ‘ব্ল্যাক’ বিস্কুটের উদ্বোধন করে

ঢাকা: অলিম্পিক প্রথমবারের মতো বাজারে নিয়ে এলো ক্রিম স্যান্ডউইচ বিস্কুট ‘ব্ল্যাক’।  বুধবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অলিম্পিক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড তাদের এই ভিন্নধর্মী বিস্কুট উদ্বোধন করে।

‘ব্ল্যাক’ সম্পর্কে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (সেলস) কাজী তৌহিদুজ্জামান বলেন, ‘প্রথমদিকে আমরা প্রিমিয়াম প্রোডাক্ট হিসেবে বাজারে ‘ব্ল্যাক’ বিস্কুট এনেছি। কিন্তু এর চাহিদার ব্যাপকতা দেখে ‘ব্ল্যাক’কে মাস প্রোডাক্ট হিসেবে আনতে হচ্ছে।

ইতোমধ্যে ব্ল্যাক ব্যাপক প্রশংসিত হয়েছে’।

তিনি আরও বলেন, অলিম্পিক ‘ব্ল্যাক’ ক্রিম স্যান্ডউইচ বিস্কুটের দাম প্রত্যেকের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হয়েছে। প্রতি প্যাকেটের ওজন ৮৫ গ্রাম। যার খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অলিম্পিক ইন্ড্রাস্ট্রিজের ডেপুটি সেলস ম্যানেজার এমডি ইমদাদুল হক, ন্যাশনাল সেলস ম্যানেজার হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর, ব্যান্ড ম্যানেজার সৈয়দ সগির মাহমুদ, ডেপুটি ব্যান্ড ম্যানেজার প্রবীর রায় চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এএম/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।