ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সংবাদ সম্মেলন
ঢাকা: নতুন ভ্যাট আইনে হয়রানির আশঙ্কা প্রকাশ করে ভ্যাটের সীমা ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করার প্রস্তাব করেছেন ব্যবসায়ীরা।
শনিবার (২৯ এপ্রিল) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত বাজেট প্রস্তাবনা ২০১৭-১৮ শীর্ষক সংবাদ সম্মেলনে এ প্রস্তাবনা তুলে ধরা হয়।
ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাশেম খান বলেন, ভ্যাটের পরিমাণ বৃদ্ধি করা হলে দ্রব্যমূল্য বেড়ে যাবে।
যেসব পণ্যে ভ্যাট নেই সেখানেও ভ্যাট যুক্ত হবে। ব্যবসায়ীরা আগ্রহ হারিয়ে ফেলবেন এবং দ্রব্যের উৎপাদন কমে যাবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ভ্যাট ৭ শতাংশের দাবি আদায়ে শেষ পর্যন্ত ফাইট করে যাবো।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এএম/এমজেএফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।