রোববার (৩০ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এনবিআর পরামর্শক কমিটির ৩৮তম সভাটি যৌথভাবে আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
অর্থমন্ত্রী বলেন, দেশ থেকে বিড়ি বিদায় করতে হবে। আগামী দুই বছরের মধ্যেই তা করতে চাই। হয়তো পারা যাবে না। তবে বিদায় করাটা আমার একটা লক্ষ্যমাত্রা। অনেকেই বলেন, বিড়ি শিল্পে অনেক শ্রমিকের কর্মসংস্থান আছে। কিন্তু এটা একটা ভ্রান্ত ধারণা। কেননা, এখন আর বিড়ি সেভাবে নেই।
আগামী বাজেট সম্পর্কে আবুল মাল আব্দুল মুহিত বলেন, বাজেট উচ্চাভিলাষী হবে। কারণ, ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে যে হয়রানি ছিলো, এখন আর নেই। এখন মানুষ ট্যাক্স দিতে চায়। বিশেষ করে ৪০ এর নিচে যে সব তরুণ আছে, তারা ট্যাক্স দিতে খুব আগ্রহী। ১৪ লাখ থেকে বেড়ে এটা এখন সাড়ে ২৮ লাখ হয়েছে। তাই এ বাজেট উচ্চাভিলাষীই হবে।
এছাড়া কর্পোরেট ট্যাক্স কমানোসহ নারী উদ্যোক্তাদের আয়কর নিয়েও আগামী বাজেটে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে বলেও জানান অর্থমন্ত্রী।
সভায় এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুবসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও সংস্থার কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এফবিসিসিআই সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন, জাতীয় অর্থনীতি একটি শক্ত ভিতের ওপর দাঁড়ালেও কিছু কিছু গুরুত্বপূর্ণ ইন্ডিকেটরের নিন্মমুখী প্রবণতা লক্ষ্য করা যায়। বিশেষ করে রপ্তানি ও রেমিট্যান্সের প্রবৃদ্ধি বর্তমানে নিন্মমুখী। বিশ্ব অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতি জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশংকা করেন তিনি।
এছাড়াও গত কয়েকদিনের প্রলয়ংকারী দুর্যোগের কারণে সারাদেশে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় উচ্চাভিলাষী বাজেট প্রণয়ন এবং তা বাস্তবায়নে অতি মাত্রায় রাজস্ব নির্ধারণ করা হলে অর্থনীতির ওপর বিরুপ প্রভাব ফেলতে পারে বলে মনে করেন এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
ইইউডি/জিপি/জেডএস