ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অসাধু ব্যবসায়ীরা চালের কৃত্রিম সংকট তৈরি করেছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, মে ২১, ২০১৭
অসাধু ব্যবসায়ীরা চালের কৃত্রিম সংকট তৈরি করেছিল

ঢাকা: দেশে কোনো খাদ্য ঘাটতি নেই জানিয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, কিছু অসাধু মিল মালিক ও ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়িয়েছিলো। বর্তমানে চালের বাজার স্থিতিশীল। 

রোববার (২১ মে) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটরিয়ামে ‘নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

 

খাদ্যমন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে চাল আমদানি করছি। এছাড়া মিল মালিকদের সঙ্গে ১ লাখ ২৪ হাজার মেট্রিক টন চাল ক্রয় করছি। আগামী দিনগুলোতেও খাদ্যে কোনো ঘাটতি হবে না।  

নিরাপদ খাদ্য নিয়ে তিনি বলেন, খাদ্যকে নিরাপদ করতে উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত নিরাপদ করা হয়েছে। নিরাপদ খাদ্য বাস্তবায়নে এরইমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে রমজান সামনে রেখে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। বিশেষ করে গণমাধ্যমকেও ইতিবাচক খবর প্রচার করতে হবে।  

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, উৎপাদন থেকে কিভাবে খাদ্যকে নিরাপদ করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রমজান সামনে রেখে ভেজালবিরোধী বিশেষ অভিযান শুরু করার আহ্বান জানান তিনি।  

সভাপতির বক্তব্যে সংস্থাটির চেয়ারম্যান মাহফুজুল হক বলেন, জনসচেতনতায় গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি। তাই গণমাধ্যমের উচিত বিজ্ঞানভিত্তিক সঠিক তথ্য উপাত্তের ভিত্তিতে সংবাদ পরিবেশন করা। মনগড়া ও বিভ্রান্তিমূলক তথ্য না ছড়ানো। এগুলো থেকে বিরত থাকা। কেননা গণমাধ্যমের মধ্য দিয়ে যেকোনো তথ্য কোটি মানুষের কাছে পৌঁছে যায়। সেক্ষেত্রে যেন কোনো ভুলবার্তা বা বিভ্রান্তির সৃষ্টি না হয়।  

সংবাদ প্রকাশের ক্ষেত্রে শতভাগ নিশ্চিত হয়ে তথ্য প্রকাশে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

মাহফুজুল হকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. আব্দুল ওয়াদুদ দারা, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. কায়কোবাদ হোসেন, ডেপুটি রিপ্রেজেন্টেটিভ (এফএও, বাংলাদেশ) মি. ডেভিড ডুলান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মে ২১, ২০১৭
এএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।