ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসোশ্যাল-সিম্ফনি চুক্তি স্বাক্ষর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, জুন ৮, ২০১৭
আইসোশ্যাল-সিম্ফনি চুক্তি স্বাক্ষর আইসোশ্যাল-সিম্ফনি চুক্তি স্বাক্ষর

ঢাকা: সুবিধা বঞ্চিত নারীদের দোরগোরায় মোবাইলফোন পৌঁছে দিতে আইসোশ্যাল এনজিওর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি।  

সম্প্রতি আইসোশ্যাল ও সিম্ফনি মোবাইল এর মধ্যে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়।  

আইসোশ্যাল এর ‘কল্যাণী’ নামক একটি নারী সংগঠন আছে যারা মূলত গ্রামের শিক্ষিত ও অর্ধশিক্ষিত নারীদেরকে স্বাবলম্বী করে তুলতে সহায়তা করে।

কল্যাণী সংগঠনের নারীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ধরণের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি স্বল্পমূল্যে বিক্রয় এবং সেবা প্রদান  করে থাকে।

এ চুক্তির আওতায় কল্যাণীতে যেসব নারীরা কাজ করেন তারা সিম্ফনির ফোন গ্রামের সুবিধা বঞ্চিত নারীদের দোরগোরায় পৌঁছে দিবে এবং ভবিষ্যৎ এ সিম্ফনি মোবাইলকে আরও প্রত্যন্ত অঞ্চলের নারীদের হাতেও পৌঁছে দিতে কল্যাণী প্রতিশ্রুতিবদ্ধ এবং এসব বিক্রিত মোবাইলের বিক্রয়োত্তর সেবাও তারা নিশ্চিত করবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-  সিম্ফনি মোবাইলের সিনিয়র ডিরেক্টর, মাকসুদুর রহমান এবং আইসোশ্যাল এর সিইও ডক্টর অনন্য রায়হান।

এসময় আরো উপস্থিত ছিলেন-  সিম্ফনি মোবাইলের ডিরেক্টর অব মার্কেটিং আশরাফুল হক এবং হেড অব করপোরেট সেলস, জনাব শিহাব উদ্দীন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, জুন ০৮, ২০১৭
বিএস    

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।