ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভারতের পুঁজিবাজার পরিদর্শনে গেলো বিএমবিএ’র প্রতিনিধি দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
ভারতের পুঁজিবাজার পরিদর্শনে গেলো বিএমবিএ’র প্রতিনিধি দল

ঢাকা: ভারতের পুঁজিবাজার পরিদর্শনে গেলো বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাত সদস্যের একটি প্রতিনিধিদল।

সংগঠনের প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি রোববার (২ জুলাই) ভারতে পৌঁছেছেন।

প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন- ভাইস প্রেসিডেন্ট ড. এম মোশারফ হোসেন, সেক্রেটারি জেনারেল খায়রুল বাসার আবু তাহের মোহাম্মদ, ট্রেজারার খন্দকার কায়েশ হাসান, নির্বাহী সদস্য রিয়াদ মতিন, তাহিদ এ চৌধুরী ওমোহাম্মদ আহসান উল্লাহ।

প্রতিনিধি দলটি সোমবার (৩ জুলাই) থেকে শুক্রবার (৭ জুলাই) পর্যন্ত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (এসইবিআই), ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই), বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই), ন্যাশনাল ইন্সটিটিউট অব সিকিউরিটিজ মার্কেটস্ (এনআইএসএম) এবং অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট ব্যাংকার্স অব ইন্ডিয়া (এআইবিআই) পরিদর্শন করবেন।

বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এ শিক্ষামূলক পরিদর্শনের আয়োজন করেছে।

প্রতিনিধি দল ভারতীয় পুঁজিবাজার নিয়ন্ত্রক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কিভাবে বাজার উন্নয়নে কাজ করছে, বর্তমান মার্কেটে তাদের গৃহীত পদক্ষেপ, প্রোডাক্টস এবং ভবিষ্যত কর্মপন্থা নিয়ে আলোচনা করবে।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, ০৩ জুলাই, ২০১৭
এমএফআই/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।