ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বর্ণের দাম ফের বাড়লো ভরিতে ১৩৪১ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
স্বর্ণের দাম ফের বাড়লো ভরিতে ১৩৪১ টাকা স্বর্ণের দাম ফের বাড়লো ভরিতে ১৩৪১ টাকা

ঢাকা: প্রায় তিন মাস পর স্বর্ণের দাম প্রতি ভরিতে ফের বাড়লো সর্বোচ্চ ১ হাজার ৩শ ৪১ টাকা। স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

শুক্রবার (২৮ জুলাই) থেকে নতুন মূল্যে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৪৭ হাজার ১শ ২৩ টাকায়। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ৪৫ হাজার ৮শ ৯৮ টাকা।


 
বৃহস্পতিবার (২৭ জুলাই) বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সভাপতি দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
 
এর আগে সবশেষ স্বর্ণের দাম বেড়েছিল চলতি বছরের ৭ মে। প্রায় তিন মাস বাজার স্থিতিশীল থাকলেও শুক্রবার থেকে বিক্রি হবে নতুন দামে।
 
নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৪৫ হাজার ১শ ৯৮ টাকায়। বর্তমান দাম রয়েছে ৪৩ হাজার ৮শ ৫৭ টাকা।
 
১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৯৯২ টাকা বেড়ে বিক্রি হবে ৩৯ হাজার ৬শ ৫৮ টাকায়। বৃহস্পতিবার পর্যন্ত দাম রয়েছে ৩৮ হাজার ৬৬৬ টাকা।
 
আর সনাতন স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হবে ২৫ হাজার ৬৬১ টাকা। বর্তমান দাম ২৪ হাজার ৮৪৪ টাকা। প্রতি ভরিতে দাম বেড়েছে ৮১৭ টাকা।
 
অপরিবর্তিত রয়েছে রুপার দাম। প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকায়।
 
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জুলাই: ২৭, ২০১৭
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।