ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকায় হয়ে গেল সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
ঢাকায় হয়ে গেল সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিট সামিটের মঞ্চে অতিথিরা

ঢাকা: ঢাকায় হয়ে গেল সামাজিক ব্যবসা’র অন্যতম বৃহৎ আন্তর্জাতিক মিলনমেলা ‘সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিট ২০১৭’। গত ৩০-৩১ জুলাই রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই সামিট অনুষ্ঠিত হয়।

সোশ্যাল বিজনেস ইয়ুথ অ্যালায়েন্স গ্লোবালের (এসবিওয়াইএ গ্লোবাল) আয়োজনে এই সামিটে দেশ-বিদেশের নানান বয়স ও পেশার ৩০০ জন অংশগ্রহণকারীর মিলনমেলা বসে।
 
সামিটে নেটওয়ার্কিংয়ের সুযোগের কারণে সেতুবন্ধন ঘটে অভিজ্ঞতা, আগ্রহ, সাফল্য এবং সম্ভাবনার।

কৌশল, পরিকল্পনা ও জ্ঞান আহরণ ও বিতরণের মাধ্যম হয়ে ওঠে এই সামিট।  
সামিটের অতিথি সারিতে ড. মুহাম্মদ ইউনূস, মার্শা বার্নিকাটসহ অন্যরাআয়োজনে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লিকেন ও নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি মার্গারেটা কুলেনারে ।

সামিটে চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়ার ফাইটকেয়ার। প্রথম রানার আপ হয় ইন্দোনেশিয়ার প্যাকো ডট কম, দ্বিতীয় রানার আপ হয় বাংলাদেশের টিম এলএলসি।

দু’দিনের আয়োজনে ছিলো সামাজিক ব্যবসা কিভাবে নারীস্বাস্থ্য, কৃষিব্যবস্থা, শিক্ষা, বিশ্বায়ন, এমনকি আর্সেনিক দূষণের মত জাতীয় সমস্যাকে সমাধান করতে সক্ষম তার চিত্রায়ন।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।