ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুগ্ধ ঘাটতি পূরণে সহযোগিতা দেবে নিউজিল্যান্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
দুগ্ধ ঘাটতি পূরণে সহযোগিতা দেবে নিউজিল্যান্ড সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সঙ্গে বাংলাদশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার জনা কেম্পকার্সের দ্বিপাক্ষিক বৈঠকে

ঢাকা: বাংলাদেশ দুগ্ধ ঘাটতি পূরণে ও মেরিন ফিশারিজ খাতে সক্রিয় সহযোগিতা করবে বলে জানিয়েছে নিউজিল্যান্ড। পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাসসহ ভেড়ার মাংস রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সঙ্গে বাংলাদশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার জনা কেম্পকার্সের এক দ্বিপাক্ষিক বৈঠকে এ তথ্য জানানো হয়।

প্রাণিসম্পদ মন্ত্রী হাইকমিশনারের কাছে মৎস্য ও প্রাণি খাতের বিভিন্ন সমস্যা-সম্ভাবনার বিষয় তুলে ধরে দেশের দুগ্ধ ঘাটতি পূরণে সক্রিয় সহযোগিতা কামনা করেন।

সম্ভাবনাময় মেরিন ফিশারিজ-খাতে নিউজিল্যান্ডের কারিগরিসহ সার্বিক সহায়তাও চান তিনি।

হাইকমিশনার এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন- মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক আইনুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
এমআইএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।