ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাফা’র নির্বাচনে ২৪ দফা ম্যানিফেস্টো সচেতন ঐক্য পরিষদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
বাফা’র নির্বাচনে ২৪ দফা ম্যানিফেস্টো সচেতন ঐক্য পরিষদের ঢাকার হোটেল ওয়েস্টিনে নির্বাচনে “সচেতন ঐক্য পরিষদ” প্যানেল পরিচিতি সভার অতিথিরা-ছবি: ডিএইচ বাদল

ঢাকা: এয়ার এবং সি কার্গো পরিবহনের মাধ্যমে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে সহায়তাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বিএএফএফএ) বা বাফা। আগামী ১০ আগস্ট, বাংলাদেশ কৃষিবিদ ইন্সটিটিউটে বাফা’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) রাতে ঢাকার হোটেল ওয়েস্টিনে নির্বাচনে “সচেতন ঐক্য পরিষদ” প্যানেল পরিচিতি সভায় প্যানেলের সভাপতি হেলালউদ্দিন আকবর ও সহসভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমান (দিনু) সহ ১৯ সদস্যের পরিচিতি ও প্যানেলের ২৪ দফা ম্যানিফেস্টো তুলে ধরা হয়।  

ম্যানিফেস্টোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এয়ারপোর্ট এবং সমুদ্রবন্দরে সকল সদস্যদের জন্য সমান সুযোগ প্রাপ্তি নিশ্চিত করা।

প্যানেল নির্বাচিত হলে সংগঠনের সদস্যদের আর্থিক সহায়তার জন্য কল্যাণ তহবিল গঠন করা। সংগঠনের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়লে বা তার আকস্মিক মৃত্যু হলে তাকে ও তার পরিবারকে ওই তহবিল থেকে আর্থিক সহায়তা করা হবে। এছাড়া ঢাকা ও চট্টগ্রামে জমি ক্রয় করে বাফা'র নিজস্ব ভবন গড়ার প্রতিশ্রুতি দিয়েছে সচেতন ঐক্য পরিষদ।

সচেতন ঐক্য পরিষদের প্যানেলের সভাপতি পদে নির্বাচনে অংশ নিচ্ছেন হেলালউদ্দিন আকবর, সহসভাপতি পদে সৈয়দ মুস্তাফিজুর রহমান। নির্বাচনে অ্যাসোসিয়েশন মোট ৮৭৮ সদস্য তাদের পছন্দের প্রার্থীকে ২০১৭-১৯ সালের জন্য নির্বাচিত করবেন।

ঐক্য পরিষদের সভাপতি হেলালউদ্দিন আকবরের ব্যালট নাম্বার ১৩। সহসভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমানের ব্যালট নাম্বার ২৪। প্যানেলের অন্য সদস্যরা হলেন, জাহিদ হোসেন ফিরোজ, বদরুল হক চৌধুরী, নুরুল আমিন, আক্তার কামাল চৌধুরী, জন এন মন্ডল, মফিজুর রাহমান চৌধুরী, মো. নুর-উন-নবী ভূঁইয়া, মোস্তাক আহমেদ তালুকদার, আবু সালেহ মো. আশরাফ, শেখ হাসানুজ্জামান, মনোজ সেন গুপ্ত, মো. আবুল কালাম আজাদ, উজ্জ্বল কান্তি চৌধুরী, মো. মাহাদী উল্লাহ মাহী, মুহাম্মাদ রেজাউল করিম, মো. মাহ্‌ফুজুর রহমান চৌধুরী, মো. জাহিদুল হক (রাকিব)।  

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
এসএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।