কিছু দিন পরপর হঠাৎ করে এভাবে পণ্যের মূল্য বৃদ্ধিতে অসন্তোষ ক্রেতারা। সবশেষ খুচরা বাজারদর অনুযায়ী প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা, যা গত ১-২ সপ্তাহ আগেও বিক্রি হতো ২৮-৩০ টাকা।
শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর শান্তিনগর ও হাতিরপুল কাঁচাবাজার ঘুর এ দাম জানা যায়।
পেঁয়াজের মূল্যবৃদ্ধি সম্পর্কে বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাতের কারণে স্টকে থাকা পেঁয়াজ পচে গেছে। এতে পেঁয়াজের বাজারে চাপ পড়ায় দাম বেড়েছে। অন্যদিকে কিছু ব্যবসায়ী বলছেন চাহিদা অনুযায়ী ভারতীয় পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় দাম বাড়তি।
দাম বেড়েছে সব ধরনের শাক-সবজির। ঢেঁড়শ ৪০ টাকা, পটল ৫০ টাকা, গাঁজর ৫০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা, বেগুন ৬০ টাকা, দুই প্রকার টমেটো যথাক্রমে ৮০-১৪০ টাকা, শসা ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, জালি কুমড়া পিস ২৫-৩০ টাকা, আলু ২৫ টাকা, বরবটি ৬০ টাকা, পুঁইশাক ৩০ টাকা আঁটি, লালশাক ১৫ টাকা আঁটি, করলা ৬০ টাকা ও ধনিয়া পাতা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
খুচরা বাজারে সবশেষ মাছের দর, কাতল মাছ ২২০ টাকা, রুই মাছ ২৩০-২৪০ টকা, পাঙ্গাশ মাছ ১১০-১২০ টাকা, তেলাপিয়া ১৩০-১৭০ টাকা ও কার্প মাছ ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দাম অপরিবর্তিত রয়েছে নিত্যপ্রয়োজনীয় অন্য পণ্যের। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিকেজি এক নম্বর মিনিকেট চাল ৫৪-৫৫ টাকা, নাজিরশাইল ৫৮-৬০ টাকা ও মোটা চাল (গুটি, স্বর্ণা, বিআর-২৮, পারিজা) ৪৫ থেকে ৪৬ টাকা করে বিক্রি হচ্ছে। প্রতিকেজি দেশি ডাল ১২০ টাকা, ভারতীয় ডাল ৮৫-৯০ টাকা, চিনি ৬৫-৭০ টাকা, দেশি রসুন ৯০ টাকা, ভারতীয় রসুন ১১০ টাকা, দেশি আদা প্রতিকেজি ১০০ টাকা ও চায়না আদা প্রতিকেজি ৮০ টাকা করে বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতিকেজি গরুর মাংস ৪৮০-৫০০ টাকা, খাসির মাংস ৭৫০-৮০০ টাকা ও প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা। এছাড়া প্রতিপিস বড় সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা এবং প্রতিপিস ছোট সোনালি মুরগি বিক্রি হচ্ছে ১৩০ টাকা।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৭
এমএসি/এএ