সোমবার (০৭ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী মেলা চলবে বুধবার রাত ৯টা পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলবে বিরতিহীনভাবে রাত ৯টা পর্যন্ত।
বিমানবন্দর থেকে ১৫ মিনিট পথের দূরত্বে অবস্থিত খোলামেলা, সুন্দর এবং মনোরম পরিবেশের আবাসিক এই প্রকল্পের ব্লক ও সেক্টরে প্লট বুকিংয়ের ক্ষেত্রে কাঠাপ্রতি সর্বনিন্ম ৭ হাজার ৪১৬ টাকার কিস্তির সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি গ্রাহকদের ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা/ঢাকা-মালেশিয়া-ঢাকা অথবা ঢাকা-ব্যাংকক-ঢাকা’র রিটার্ন টিকিটসহ ৩দিন ২ রাত থাকার সুবিধা দেওয়া হচ্ছে।
বাউন্ডারি ওয়ালসহ প্লটে আবাসিক কমার্শিয়াল হাসপাতাল, ইনস্টিটিউশনের প্লটের বুকিং দেওয়া সুযোগ রয়েছে। এখানে গ্রিন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস, ইউএস-বাংলা মেডিক্যাল কলেজ নির্মাণের কাজ চলছে।
পাশাপাশি মূল সড়কের সঙ্গে সংযুক্ত করতে নতুন ১৩০ ফুট রাস্তা করা হচ্ছে আবাসনে। এ ছাড়াও প্রকল্পে রাখা হচ্ছে ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স।
ইউএস-বাংলার অ্যাসেটস লিমিটেডের ডেপুটি ম্যানেজার গোলাম মোরশেদ ইমরান বাংলানিউজকে জানান, ২০০৯ সালে ইউএস-বাংলা পূর্বাচল আমেরিকান সিটি আবাসন প্রকল্প শুরু হয়েছে। ২০১৬ থেকে প্রকল্পের ‘এ’,‘বি’,‘সি’,‘ডি’ এবং ‘ই’ ব্লকের প্লট বিক্রি করা হচ্ছে। তিনি বলেন, আমাদের প্রতিটি প্লটের পেছনে ১২ ফিট খালি জায়গা রয়েছে। যা গ্রিনজোন হিসেবে পরিচিত।
রাজধানীর উত্তরা, ওয়েস্টিন এবং বনশ্রী এলাকায় মেলায় প্লট বুকিংয়ে ব্যাপক সাড়া মিলেছে উল্লেখ করে তিনি বলেন,মতিঝিল এলাকার মানুষের জন্য হোটেল পূর্বাণীতে মেলায় করা হচ্ছে।
এখানেও প্রথম দিনেই বেশি সাড়া পেয়েছি। বেশ কিছু প্লট বুকিং হয়েছে। এই মেলা শেষ হলে ঢাকার ধানমন্ডি, মিরপুর ও চট্টগ্রামে মেলা হবে বলে জানান তিনি।
দেশের বাইরে সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশেও এই মেলা হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা,, আগস্ট ৭, ২০১৭
এমএফআই/আরআই