সোমবার (০৭ আগস্ট) বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ে এক সেমিনারে এ আহবান জানান তিনি।
সেমিনার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আইডিআরএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান গকুল চাঁদ দাস।
প্রবন্ধে বিভিন্ন দেশের জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকি মোকাবেলায় গৃহীত ইন্স্যুরেন্স পদ্ধতি নিয়ে এবং বাংলাদেশের জন্য প্রায়োগিক মডেল নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া আইডিআরএ’র সদস্য মো. মুরশিদ আলম, নির্বাহী পরিচালক, পরিচালক, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মনিরুল ইসলাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির প্রতিনিধি, জীবন বিমা কর্পোরেশন ও সাধারণ বিমা কর্পোরেশনের প্রতিনিধি, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, নন-লাইফ বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
এমএফআই/জেডএস