মঙ্গলবার (৮ আগস্ট) হোটেল সোনারগাঁওয়ে বিডার অনুষ্ঠানে গত ৩-৪ আগস্ট সিঙ্গাপুরে আয়োজিত বাংলাদেশ-জাপান বিটুবি (B2B) কনফারেন্সে অংশগ্রহণকারী প্রতিনিধিরা অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
বক্তারা বলেন, হলি আর্টিজানের ভয়-ভীতি কাটিয়ে দেশে বিনিয়োগ ফেরাতে সিঙ্গাপুরে আয়োজিত বাংলাদেশ-জাপান বিটুবি কনফারেন্স একটা প্রথম প্রচেষ্টা।
প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কামাল আজাদ বলেন, জাপান বাংলাদেশ পাবলিক ফোরাম হয়েছে দুই বছর আগে। হলি আর্টিজানের ঘটনার জন্য জাপানের সঙ্গে বৈঠক হয়ে ওঠেনি। এবারের সফরে সেটা হয়েছে। বাংলাদেশের সম্ভাবনা জানাতেই সিঙ্গাপুরে এ সফরের আয়োজন করা হয়।
বাণিজ্যসচিব শুভাশীষ বসু বলেন, বৃটিশ আমলে করা কোম্পনি আইন আধুনিকরণ করতে সরকার কাজ করে যাচ্ছে। সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার চেষ্টা করা হচ্ছে।
বেসরকারি বিনিয়োগই দেশের প্রাণ বলে মনে করেন বাণিজ্যসচিব।
ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাশেম খান বলেন, জাপান ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে আসিয়ান অঞ্চলে। এ সফরে আমাদের উদ্দেশ্য ছিল ২ বিলিয়ন ডলারের ব্যবসা বাংলাদেশে আনা।
মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, বাংলাদেশে একটা বড় মার্কেট আছে। হলি আর্টিজানের ভয়-ভীতি কাটাতে এ সফর একটা প্রথম প্রচেষ্টা। এটি চালিয়ে যেতে হবে। জাপান যদি এগিয়ে আসে তাহলে অন্যরাও এগিয়ে আসবে বিনিয়োগে।
বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেন, সব বিদেশি কোম্পানিগুলোর স্টেশন হলো সিঙ্গাপুর। তাদের শিক্ষার মান উন্নত। যে সুযোগ সেখানে ছিল তা কাজে লাগাবে। হলি আর্টিজানের ক্ষত সারাতে এ সফরে ফোকাস করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
কেজেড/এমজেএফ