ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশনের লোগো উন্মোচন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
সিলেটে এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশনের লোগো উন্মোচন এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশনের লোগো উন্মোচন অনুষ্ঠান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন-২০১৭ এর লোগো উন্মোচন করা হয়েছে।

বুধবার (০৯ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে সিলেট চেম্বার কনফারেন্স হলে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এ লোগো উন্মোচন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এনাম আলী এমবিই ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা।

দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী এ কনভেনশন আগামী ২১-২৭ অক্টোবর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের প্রায় ১৯টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশীরা অংশ নেবেন।

বক্তারা বলেন, প্রবাসীদের দেশে বিনিয়োগে আকৃষ্ট করতে রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠান স্থাপন, পর্যটন শিল্পের বিকাশ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিই এ সম্মেলনের মূল উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।