বুধবার (০৯ আগস্ট) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সেমস গ্লোবাল বাংলাদেশ আয়োজিত চার দিনব্যাপী ‘১৮তম আন্তর্জাতিক টেক্সটাইল ও পোশাক শিল্প প্রযুক্তি এবং যন্ত্রপাতি প্রদর্শনী’র উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, কোনো অশুভ তৎপরতা বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে পারেনি, পারবেও না।
মন্ত্রী আরও বলেন, ২০১৫-২০১৬ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির ২৮ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি এসেছে পোশাক শিল্পখাত থেকে। এর আগের অর্থবছরে যা ছিল ২৪.৪৯ বিলিয়ন মার্কিন ডলার। এ দেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানগুলো রপ্তানি প্রবৃদ্ধির ক্ষেত্রে ধারাবাহিক ও দৃঢ় রেকর্ডের অধিকারী।
নারীর অধিকার প্রতিষ্ঠাতেও এ খাত ব্যাপক ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এ শিল্প অন্যতম চালিকা শক্তি। বর্তমানে দেশের গার্মেন্টস শিল্প কারখানাগুলোতে ৪৪ লাখেরও বেশি শ্রমিক কাজ করছেন। যার মধ্যে ৮০ শতাংশই নারী। এটি সরকারকে নারীর ক্ষমতায়ন ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়তা করছে।
সেমস গ্লোবালের প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্সের (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দীন), বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মো. সিদ্দীকুর রহমান, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট মনসুর আহমেদসহ অন্য শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীরা।
‘১৮তম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৭', '১২তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো-২০১৭' ও '২৮তম ডাই-ক্যাম বাংলাদেশ এক্সপো-২০১৭'র এ প্রদর্শনী বাংলাদেশের তৈরি পোশাকখাতের সর্ববৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী। এতে থাকছে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের আনুষঙ্গিক যন্ত্রপাতি, সুতা ও কাপড় তৈরির মেশিনারিজ, ডায়েস এবং বিশেষ রাসায়নিক দ্রব্যের বিশাল সমাহার। বিশ্বের ২৫টি দেশের ১১৫০টি প্রতিষ্ঠান ১৪০০টি স্টল প্রদর্শনীতে অংশ নিচ্ছে।
আয়োজকরা মনে করছেন, এ প্রদর্শনীর মাধ্যমে ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সরবরাহকারীদের সরাসরি সাক্ষাৎ ও আলাপচারিতার মাধ্যমে সবার মধ্যে সেতুবন্ধন গড়ে উঠবে যা, বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
এমএএম/জেডএস