বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পলিসি রিচার্স ইনস্টিটউট অব বাংলাদেশ আয়োজিত ‘ইমপ্রুভিং ফিসক্যাল ট্রান্সপারেন্সি ইন বাংলাদেশ’ শীর্ষক ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর আর্থিক খাতের সংস্কারে আলোচনা করা যাবে।
তিনি বলেন, রাজস্ব আয় বাড়াতে ঢাকা সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স পুনর্নির্ধারণ করা উচিত। কারণ এ হোল্ডিং ট্যাক্স ৬০ বছর আগে নির্ধারণ করা হয়েছে। আমি ৫ হাজার ৮শ বর্গফুটের জন্য ৬ হাজার টাকা ট্যাক্স দেই। মোট ১১ হাজার টাকা। রিবেট পাই ৫ হাজার টাকা।
আর্থিক খাতের জন্য ট্রান্সপারেন্সি খুবই গুরুত্বপূর্ণ। এসব আলোচনা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিআরআই ভাইস চেয়ারম্যান ড. সাদিক আহমদ, ‘ইমপ্রুভিং ফিসক্যাল ট্রান্সপারেন্সি ইন বাংলাদেশ’ শীর্ষক কি-নোট উপস্থাপন করেন সংস্থার নির্বাহী পরিচালক আসান এইচ মনসুর।
আরও বক্তব্য দেন, সাবেক অর্থসচিব জাকির আহমদ খান, অর্থসচিব মুসলিম চৌধুরী, ইনস্টিটউট অব ইক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভলপমেন্ট নির্বাহী পরিচালক মুস্তাফা কে মুজেরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
এসই/এসএইচ