ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গাজীপুরেও ঝাঁঝ ছড়াচ্ছে পেঁয়াজ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
গাজীপুরেও ঝাঁঝ ছড়াচ্ছে পেঁয়াজ  ছবি: বাংলানউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: সারাদেশের বাজারেই বাড়ছে পেঁয়াজের দাম। অভিন্নতা নেই রাজধানীর লাগোয়া মহানগর গাজীপুরেও। এখানকার বাজারগুলোতেও লাফিয়ে বাড়ছে পেঁয়াজসহ মৌসুমি সবজির দাম। 

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১১ আগস্ট) সরেজমিনে ভোর থেকে সকাল পর্যন্ত ঘুরে ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।  

সরেজমিনে দেখা যায়, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী কাঁচাবাজারে বেগুন ও পেঁয়াজ ৭০ টাকা কেজি, টমেটো ও কাচা মরিচ ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গরু, খাসি মুরগির মাংসের দাম স্বাভাবিক থাকলেও বৃষ্টির কারণে আমদানি কম থাকায় লাফিয়ে বাড়ছে প্রয়োজনীয় সব সবজির দাম।  

তবে লেবু বিক্রি হচ্ছে পানির দামে। এলাচি (বড়) লেবু ১২ টাকা ও ছোটগুলো ৬ টাকা হালি (চারটি)।  

বিক্রেতারা জানান, পাইকারির চেয়ে খুচরা বাজারে পেঁয়াজসহ প্রয়োজনীয় সবজির দাম কেজি প্রতি ১০ টাকা থেকে ২২ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে পেঁয়াজ ৫২ টাকা এবং বেগুন ৪৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।  

আর খুচরা বাজারে বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি। এছাড়া করলা ৫০ টাকা, কাকরোল ৬০ টাকা, শশা ৫০ টাকা, শিম ১০০ টাকা, ধুন্দল ৪০ টাকা, মুলা ৫০ টাকা, রসুন ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।  

আর এসব নিত্যপণ্যের পাইকারি দাম ১০ থেকে ২২ টাকা করে কম। তবে মাংসের বাজার স্বাভাবিক রয়েছে। গরুর মাংস ৪৮০ থেকে ৫০০ টাকা কেজি, খাসির মাংস ৭০০ টাকা এবং বকরির মাংস ৫৫০ টাকায় বিক্রি হয়েছে। বয়লার মুরগি ১৩৫ টাকা ও লেয়ার মুরগি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।  

এদিকে বাজারে পর্যাপ্ত মাছের সরবরাহ নেই বলে বিক্রেতারা। ৫০০ গ্রাম ওজনের ইলিশ মাছ কেজি প্রতি ৫৫০ টাকা এবং এর থেকে ছোটগুলো ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।  

অন্যান্য মাছের মধ্যে রুই ৩০০ টাকা, চিংড়ি (বড়) ৭০০ থেকে ৮০০ টাকা, তেলাপিয়া ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।  

পাইকারি বাজারের সবজি ব্যবসায়ী খোরশেদ আলম বাংলানিউজকে জানান, বৃষ্টির কারণে সবজিসহ প্রয়োজনীয় পণ্য নিয়ে বিভিন্ন স্থানে গাড়ি আটকে আছে। এছাড়া আমদানিও কম।  

এদিকে ভারতে বন্যার কারণে আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের দাম বাড়ছে। সামনে ঈদুল আজহায় পেঁয়াজ ও রসুনের দাম আরও বাড়ার শঙ্কার কথাও জানিয়েছেন ব্যবসায়ীরা।  

খুচরা বিক্রেতা খায়রুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে সবজিবাহী পরিবহন বাজারে সময় মতো আসতে পারছে না। উৎপাদনও কম। এছাড়া পাইকারদের কাছ থেকে বেশি দামে সবজি কিনে আনতে হচ্ছে। যার ফলে সব কিছুর দাম বাড়তি।  

প্রতিদিনেই বাজারে সবজি কেনেন এমন ক্রেতা মো. রুবেল হোসেন জানান, সবজি ও মাছ কিনতে বাজারে এসেছি। প্রতিদিনই আসি আমি। বাজারে তেমন মাছ নেই যা আছে দাম অনেক বেশি।  

‘আর সবজির বাজারের তো আগুন। পরশু দিন যে সবজি ৩০ টাকা কেজি সেগুলো আজ ৫০-৭০ টাকা দাম চাচ্ছে। ’

তিনি বলেন, বৃষ্টির অজুহাতে বাড়ছে সবজিসহ সব প্রয়োজনীয় পণ্যের দাম। আসলে পাবলিকের যাওয়ার কোনো জায়গা নেই। যে পেঁয়াজ গেল সপ্তাহে ৪০ টাকায় কিনেছি তা এখন নিতে হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭ 
আরএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।