বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ‘এলটিইউ-ভ্যাট’র সম্মেলন কক্ষে ইউনিটের বিদায়ী অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক এক অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন ও বিশেষ অতিথি দৈনিক সমকালের উপ-সম্পাদক আবু সাঈদ খান ৭ সংবাদকর্মীদের হাতে এ সম্মাননা তুলে দেন।
শেখ জাহিদুজ্জামান ছাড়া সম্মাননাপ্রাপ্ত বাকি ছয়জন হলেন- দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের স্পেশাল করেসপন্ডেন্ট দৌলত আক্তার মালা, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার শামীমা দোলা, অর্থসূচকডটকমের সিনিয়র রিপোর্টার রহমত উল্যাহ, নিউ এইজের সিনিয়র স্টাফ রিপোর্টার জসিম উদ্দিন, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার রিয়াদ হোসেন, ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার সোহেল পারভেজ।
শেখ কবির হোসেন বলেন, কর আদায় না হলে সরকার চলবে কীভাবে। সঠিকভাবে কর দিলে আমাদের কারও কাছে হাত পাততে হবে না। ভ্যাট, ট্যাক্সের আইন এমনভাবে করতে হবে যেন সবাই কর দিতে পারে।
মো. মতিউর রহমান বলেন, বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) বিদায়ী অর্থবছরে ২১ দশমিক ৫৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। যা এলটিইউ’র ইতিহাসে সর্বোচ্চ প্রবৃদ্ধি। এলটিইউ’র বেশ কিছু সীমাবদ্ধতা থাকলেও গণমাধ্যমসহ সবার সহযোগিতায় এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে।
জানা যায়, এলটিইউ (মূল্য সংযোজন কর, ঢাকা) বিদায়ী অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রার অতিরিক্ত ৭৯৯ কোটি টাকা আদায় করেছে।
** কর আদায় না হলে সরকার চলবে কিভাবে
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
এইচএ/