ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কাঁচা চামড়া নিয়ে শঙ্কায় পোস্তার আড়তদাররা!

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৭
কাঁচা চামড়া নিয়ে শঙ্কায় পোস্তার আড়তদাররা! কাঁচা চামড়া নিয়ে শঙ্কায় পোস্তার আড়তদাররা/ছবি: রানা

ঢাকা: এমনিতে রাজধানী পুরোপুরি ফাঁকা। কোথাও জটলা নেই। কিন্তু লালবাগ পোস্তায় পায়ে হেঁটে চলা দায়। নগরী থেকে ভ্যান, ট্রাক ও পিকআপ ভ্যানে করে আসছে কাঁচা চামড়া। কাঁচা চামড়া সংগ্রহে পোস্তার আড়তদারেরা পার করছেন ব্যস্ত সময়। শনিবার (০২ সেপ্টেম্বর) ৮০ শতাংশ, রোববার (০৩ সেপ্টেম্বর) ১৮ শতাংশ এবং বাকি দুই শতাংশ চামড়া সংগ্রহ করা হবে সোমবার। 

কাঁচা চামড়ার আড়তদারেরা ব্যস্ত সময় পার করছেন। তাদের মধ্যে পোস্তার আড়তদার রানা এজেন্সির মালিক মনোয়ার হোসেন।


 
এর আগের কোরবানির ঈদে ১০ হাজার পিস চামড়া সংগ্রহ করেছেন তিনি। কিন্তু এবার সাহস পাচ্ছেন না। হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর, সাভারে শতভাগ ট্যানারির স্থানান্তর না হওয়া, হাজারীবাগের ন্যামতো সাভারে নিরাপত্তা ঝুঁকি এমব কারণে চামড়া কিনতে সাহস পাচ্ছেন না বলে জানালেন।
 
হাজারীবাগ থেকে ট্যানারিগুলোকে সাভারে সরিয়ে নেওয়া সময় বেধে দিলেও আজও পুরোপুরি স্থানান্তর হয়নি। পরিবেশ দূষণের কারণে হাজারীবাগ থেকে ১৫৪টি ট্যানারি সাভারে নিতে ২০০৩ সালে চামড়া শিল্পনগর প্রকল্প হাতে নেয় সরকার। কিন্তু বার বার এই প্রকল্পে পিছিয়েছে, ফলে বিদেশি বাজারও হারিয়েছে বাংলাদেশ। এসব কারণে কাঁচা চামড়া সংগ্রহে অনিরাপদ বোধ করছেন পোস্তার আড়তদারেরা। চড়া দামে কাঁচা চামড়া সংগ্রহ করে যদি পরবর্তী সময়ে বিক্রি না হয় সেই শঙ্কা ব্যবসায়ীরা।
   
 
পোস্তার আড়তদার রানা এজেন্সির মালিক মনোয়ার হোসেন বলেন, আমরা অনেক ভয়ে ভয়ে চামড়া সংগ্রহ করছি। আমাদের কাছ থেকে ট্যানারি মালিকেরা চামড়া কিনে নেয়। তাদের ট্যানারিই বন্ধ আমরা চামড়া বিক্রি করবো কোথায়। সাভারে এখনও ট্যানারি প্রস্তুত হয়নি। কাঁচা চামড়ার ব্যবসায়ীদের কাছে হাজারীবাগ অনেক নিরাপদ, কিন্তু সাভারা আমাদের কাছে এতো নিরাপদ না। ’
 
পাড়া মহল্লায় মৌসুমী ব্যবসায়ীরা পানির দরে চামড়া কিনছেন। অথচ চড়া দামে চামড়া কিনছেন পোস্তার আড়তদারেরা। ট্যানারি ব্যবসায়ীরা বেধে দেয়া দাম ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া  ৫০ থেকে ৫৫ টাকায় কেনা হচ্ছে। আর ঢাকার বাইরে এর দাম হবে ৪০ থেকে ৪৫ টাকা। এ ছাড়া খাসির চামড়া ২০-২২ টাকা এবং বকরির চামড়া ১৫-১৭ টাকায় কিনছেন পোস্তার আড়তদারেরা।
 
পোস্তায় গড়ে প্রতিটা গরুর দামড়া সর্বনিম্ন এক হাজার এবং সর্বোচ্চ ১৩’শ টাকা দরে কেনা হচ্ছে। প্রতিটা ছাগলের চামড়া ১০০ থেকে ১১০ এবং মহিষের চামড়া কেনা হচ্ছে ৮’শ থেকে হাজার টাকায়। এছাড়া ১৩’শ টাকা দিয়ে একটা চামড়া কিনলে লবণ ও শ্রমিক মিলিয়ে আরও ৩০০ টাকা খরচা হবে বলে জানায় পোস্তার আড়তদার।
 
কাঁচা চামড়ার আড়তদার হাজী অ্যান্ড সন্সের মালিক মাসুম ক্বারী বলেন, কাঁচা চামড়া নিয়ে আমরা অনেক ভয়ে আছি। বাপ দাদার ব্যবসা, তাই ঈদের সময় লোভ সামলাতে পারি না। পরে কোথায় বিক্রি করবো কে জানে। বিদেশি বায়াররা তো চলে গেছে। সাভারে আড়তও প্রস্তুত না। একটা চামড়া ১৫’শ টাকায় কিনলে লবণসহ আরও তিনশ টাকা খরচা আছে। ৭০ কেজি লবণের দাম ১৬’শ টাকা। ৭০ কেজি লবণ মাত্র ছয়টা মালে(চামড়া) ব্যবহার করা যাবে। ’
 
কোরবানির ঈদে প্রায় ১ কোটি ১৫ লাখ ৫৭ হাজার গরু, মহিষ ও ছাগল কোরবানি দেয়া হবে। এর মধ্যে ১ কোটি চামড়া সংগ্রেহর কাঁচা চামড়া সংগ্রেহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পোস্তার আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন (বিএইচএসএমএ) , বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) ও বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফই)।
 
বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বিএইচএসএমএ) সভাপতি হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেইন বাংলানউজকে বলেন, সাভারে এখনও পুরোপুরিভাবে ট্যানারি স্থানান্তর হয়নি। ১৫৪টি ট্যানারি স্থানান্তর করার কথা। কিন্তু ৬০ থেকে ৭০টা পুরোপুরি প্রস্তুত। এর মধ্যে ১০ থেকে ১২টি ট্যানারিতে কাঁচা চামড়া ওয়েটব্লু করা যাবে। সুতরাং এক কোটি চামড়া কিভাবে সেখানে প্রস্তুত হবে এই শঙ্কায় আছি আমরা। এতো চামড়া নিয়ে পরবর্তী সময়ে আমরা কি করবো।  চামড়া সংগ্রহ কোনো সমস্যা নেই। কিন্তু প্রক্রিয়াজাত করায় সমস্যা। এতে চামড়া নষ্ট হওয়ার সম্ভাববান থেকে যায়। ’
 
তিনি আরও বলেন, ট্যানারি মালিকেরা আমাদের কাছ থেকে চামড়া নিয়ে গেছে। কিন্তু তারা পেমেন্ট দিতে পারেনি। আবারও যদি নতুন করে ঝামেলা হয় সেই ভয়ে আছি আমরা। আবারও যদি তারা পেমেন্ট না দিতে পারে। ট্যানারি আমাদের কাছে থেকে চামড়া নিয়ে গেছে, কিন্তু সাভারে নাকি তারা টাকা খরচা করেছে সেই জন্য আমাদের পেমেন্ট দিচ্ছে না।
 
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৭
এমআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।