ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করল এনআরবিসি ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করল এনআরবিসি ব্যাংক

ঢাকা: বেসরকারি খাতের এনআরবিসি ব্যাংক প্রথাগত ব্যাংকিং এর পাশাপাশি শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা ‘আল আমিন’ চালু করেছে।  

সোমবার (২০ জানুয়ারি) এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইসলামিক প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ।  

এসময় তিনি বলেন, বর্তমান সময়ে অর্থনীতির সমৃদ্ধিতে ইসলামিক ব্যাংকিং অন্যরকম গুরুত্ব বহন করে।

গ্রাহক এনআরবিসি ইসলামিক ব্যাংকিং উইন্ডো ‘আল আমিন’ এ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার পাবে।

এনআরবিসি ইসলামিক ব্যাংকিং উইন্ডো ‘আল আমিন’ এর শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান এম আজিজুল হক বলেন, এনআরবিসি ইসলামিক ব্যাংকি ‘আল আমিন’ নিত্য নতুন প্রযুক্তিভিত্তিক পণ্য নিয়ে গ্রাহককে সেবা দেবে।  

সভাপতির বক্তব্যে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান বলেন, এনআরবিসি ইসলামিক ব্যাংকিং উইন্ডো ‘আল আমিন’ এ শরীয়াহ্ নীতিমালাকে যথাযথভাবে অনুসরণ করা হবে। এনআরবিসি ইসলামিক ব্যাংকিং উইন্ডো ‘আল আমিন’ এর লক্ষ্যই হলো একটি কল্যাণমুখী অর্থনীতি গড়ে তোলা।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবিসি ‘আল আমিন’ ইসলামিক ব্যাংকিং উইন্ডোর শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান এম আজিজুল হক, সংসদ সদস্য, ব্যাংকের শেয়ারহোল্ডার এবং শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য সেলিনা ইসলাম, গেস্ট অব অনার প্রফেসর সৈয়দ শাহজাহান, গেস্ট অব অনার চৌধুরী ফজলে ইমাম, গেস্ট অব অনার প্রাক্তন এয়ার চিফ মার্শাল আবু এশরার।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এসই/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।