ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সুপারশপের ট্রলি জীবাণুমুক্ত করতে স্যাভলনের কার্যকর যন্ত্র

39 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
সুপারশপের ট্রলি জীবাণুমুক্ত করতে স্যাভলনের কার্যকর যন্ত্র

সুপারশপে নিত্য প্রয়োজনীয় পণ্য বহন করতে ব্যবহৃত একই ট্রলি বিভিন্ন হাত থেকে হাতে ব্যবহারের ফলে করোনা মহামারির এই সময়ে ঘটতে পারে ভয়ংকর বিপদ। আর এই বিপদ থেকে রক্ষা করতেই স্যাভলন নিয়েছে এক জনহিতৈষী উদ্যোগ। 

ট্রলির মধ্যে বসিয়েছে স্যাভলনের এক কার্যকর যন্ত্র দিয়ে মুহূর্তের মধ্যেই ধ্বংস করা যাচ্ছে সব ধরনের ভাইরাস ও জীবাণুকে। এ যন্ত্রটি একবার চাপ দিয়ে ট্রলির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিলেই জীবাণুমুক্ত হচ্ছে ট্রলিটি।

এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সুপারশপে বাজার করতে আসা ক্রেতারা কৃতজ্ঞতা জানিয়েছে স্যাভলনের সময়োপযোগী এমন পদক্ষেপের জন্য। পাশাপাশি স্যাভলনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন সুপারশপ গুলোও।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যাভলন মানেই জীবাণুমুক্ত ও সুস্থ জীবনের নিশ্চয়তা। তাই একটি জীবাণুমুক্ত ও সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এরকম আরো নানা উদ্যোগের মাধ্যমে স্যাভলন জনসধারনের পাশে থাকবে সব সময়।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।