ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মার্কেটে আসতে শুরু করেছেন ক্রেতারা, বেড়েছে বিক্রি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
মার্কেটে আসতে শুরু করেছেন ক্রেতারা, বেড়েছে বিক্রি মার্কেটে আসতে দেখা যাচ্ছে ক্রেতাদের/ ছবি: জিএম মুজিবুর

ঢাকা: ঈদের বাকি আর কয়েকদিন। করোনা মহামারির মধ্যেও ঈদকে সামনে রেখে মার্কেটগুলোতে তুলনামূলকভাবে ক্রেতারা আসতে শুরু করেছেন।

প্রয়োজনীয় বিভিন্ন পোশাকাদিসহ ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের জন্যও ঈদ উপহার কিনতে দেখা যাচ্ছে তাদের।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, করোনার কারণে রোজার ঈদে মার্কেট বন্ধ থাকলেও এবার খোলা রয়েছে। বিক্রিও হচ্ছে মোটামুটি।

ঈদের আমেজের বিকিকিনি না হলেও করোনা পরিস্থিতির মধ্যে যেটুকু ব্যবসা হচ্ছে, তা একপ্রকার সন্তোষজনক বলে জানিয়েছেন বিক্রেতারা।

এ প্রসঙ্গে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটির ‘জ্যোতি’ শাড়ি ঘরের কর্মী আলমগীর হোসেন বলেন, বসুন্ধরা সিটিতে যারা কেনাকাটা করেন, তাদের অধিকাংশই সচেতন ব্যক্তি। অনলাইনে কিছু অর্ডার হচ্ছে এবং মোটামুটি ধরনের মানুষও আসছে। তবে পরিস্থিতির একটা প্রভাবতো সবজায়গাতেই রয়েছে।
প্লাস পয়েন্ট ফ্যাশনের আজিজুল হাকিম বলেন, পরিস্থিতি যা, সেই অনুপাতে ক্রেতাদের আগমন বেশ একটু ভালো বলা চলে। এছাড়া ঈদ উপলক্ষে ছেলেদের শার্ট-টিশার্ট-প্যান্টে এসেছে নতুন কালেকশন। যারা আসছেন, তারা স্বাস্থ্যবিধি মেনেই কেনাকাটা করছেন।

এদিকে নিউমার্কেট, আজিজ সুপার মার্কেট, ইস্টার্ণ প্লাজাসহ রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেটগুলোতেও দেখা গেছে ক্রেতাদের ভিড়ে মুখরিত বিপণিবিতানগুলো। ঈদের সময় যতই এগিয়ে আসছে বিকিকিনির ব্যস্ততা ততই বাড়ছে বলে জানালেন বিক্রেতারা। আর পছন্দের পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা। পোশাক ও অন্য সামগ্রীর দাম নাগালের মধ্যে রয়েছে বলেই জানালেন তারা।

এ প্রসঙ্গে ক্রেতা আজিজুর রহমান বলেন, রমজানের ঈদে করোনার কারণে কোনো ধরনের কেনাকাটা করা হয়নি। তাই এবারের ঈদে পরিবারের সদস্যদের জন্য কিছু পোশাকা কিনতে আসা। চেষ্টা করছি স্বস্থ্যবিধি মেনেই চলাফেরা করতে। কয়েকটি ফ্যাশন হাউজ ঘুরে দেখলাম বেশ নতুন কিছু কালেকশন এসেছে, আর দামও নাগালের মধ্যে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
এইচএমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।