ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তিন কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
তিন কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ ছবি: বাংলানিউজ

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (২০২০ সালের এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।  

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটি হলো- বাটা সু লিমিটেড, গ্লাক্সোস্মিথক্লাইন লিমিটেড ও লংকাবাংলা ফাইন্যান্স।

বাটা সু: বাটা সু লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৩ টাকা ৭৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১৫ টাকা ৮৫ পয়সা। চলতি হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে কোম্পানিটির লোকসান হয়েছে ৫১ টাকা ৬৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৯ টাকা ১১ পয়সা।

গ্লাক্সোস্মিথক্লাইন: গ্লাক্সোস্মিথক্লাইন লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে ১১ টাকা ৪০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১৯ পয়সা। চলতি হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৬ টাকা ৮২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৮ টাকা ১০ পয়সা।

লংকাবাংলা ফাইন্যান্স: লংকাবাংলা ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা সমন্বিত ইপিএস হয়েছে ১৫ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৫০ পয়সা।

অন্যদিকে এ সময়ে এককভাবে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার প্রতি আয় হয়েছে ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে সলো ইপিএস হয়েছিল ৭৬ পয়সা।

উল্লেখ, সোমবার (২৭ জুলাই) কোম্পানি তিনটি তাদের পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
এসএমএকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।