ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনা সচেতনতায় ওয়াইআরসির মাস্ক বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
করোনা সচেতনতায় ওয়াইআরসির মাস্ক বিতরণ

ঢাকা: ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি) ইয়ামাহা মোটরসাইকেল রাইডারদেরকে নিয়ে গঠিত বাংলাদেশের সবচেয়ে বড় বাইকিং কমিউনিটি। যারা বিভিন্ন বাইকিং এক্টিভিটির সঙ্গে সঙ্গে সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে।

এরই অংশ হিসেবে সম্প্রতি ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে ও ইয়ামাহা বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হলো ‘সময়ের সঙ্গে বদলাই, সচেতন হই মাস্ক ব্যবহার করি’ শীর্ষক কর্মসূচি।

এ কর্মসূচির আওতায় দেশের ২৮টি জেলায় সাধারণ মানুষের মধ্যে প্রায় ১২ হাজার মাস্ক ও সোপিওয়াটার বিতরণ করা হয়। এছাড়াও করোনা সচেতনতায় লাগানো হয় দেশের সবচেয়ে বড় ব্যানার যা খুব সহজেই সবার নজরে আসবে। এ সময় ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা ভবিষ্যতে এ ধরনের আরও জনকল্যাণমূলক কাজ করার জন্য আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (২৯ জুলাই) ওয়াইআরসি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।