ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বন্যাদুর্গত মানুষের পাশে এনআরবিসি ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
বন্যাদুর্গত মানুষের পাশে এনআরবিসি ব্যাংক

ঢাকা: নোভেল করোনা ভাইরাসের মহামারির সময়সহ দেশের বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে থেকে ‘মানবিক ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পাওয়া এনআরবি কমার্শিয়াল ব্যাংক এবার উত্তরাঞ্চলের বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে।

সম্প্রতি গাইবান্ধার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ এবং ত্রাণসামগ্রী বিতরণ করেছে এনআরবিসি ব্যাংক।

মঙ্গলবার (৪ আগস্ট) ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনআরবিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার আওতায় ভবিষ্যতেও মানবিক সব কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবে বলে অঙ্গীকারাবদ্ধ।  

গত বছর জামালপুরের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশেও ছিল এনআরবিসি ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।