ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্রোকারেজ হাউজগুলোর সুশাসন প্রতিষ্ঠায় বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
ব্রোকারেজ হাউজগুলোর সুশাসন প্রতিষ্ঠায় বৈঠক

ঢাকা: পুঁজিবাজারে ইতিবাচক ধারা ধরে রাখতে এবং সুশাসন প্রতিষ্ঠায় ব্রোকারেজ হাউজগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ব্রোকারদের শীর্ষ সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে ব্রোকারেজ হাউজের সুশাসন প্রতিষ্ঠায় প্রতিনিধিদের সঙ্গে এ ভার্চ্যুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে ডিবিএ সভাপতি শরীফ আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, আমরা বাজারে সুশাসনের বিষয়ে সব ব্রোকারেজ সদস্যদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছি। রোববার, সোমবার ও মঙ্গলবার বৈঠক করবো।

তিনি বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাহসী পদক্ষেপ ও সুশাসন প্রতিষ্ঠায় যে রোল প্লে করেছে। সে কারণে শেয়ারবাজার একটি অবস্থানে উঠে এসেছে। এটি যাতে অব্যাহত থাকে এজন্য আমটা ব্রোকারেজ হাউজগুলোর মধ্যেও সুশাসন প্রতিষ্ঠা জোর দিয়েছি। তারই অংশ হিসেবে আমরা বৈঠক করছি।

তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠায় যাতে ব্রোকারেজ হাউজের কোনো ঘাটতি না থাকে সেই বিষয়টি আমরা গুরুত্ব দিয়েছি। এর আগে ব্রোকারেজ হাউজের সুশাসনের ঘাটতির কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঙ্কট তৈরি হয়েছে। তবে আগামীতে আমরা সেই সঙ্কট আর দেখতে চাই না বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।