ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অনলাইন লেনদেনে কর আদায়ে বিশেষ উদ্যোগ: এনবিআর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
অনলাইন লেনদেনে কর আদায়ে বিশেষ উদ্যোগ: এনবিআর

ঢাকা: করোনা পরিস্থিতির কারণে ডিজিটাল ইকোনমির প্রসার ঘটেছে। অনলাইন লেনদেন বৃদ্ধি পেয়েছে।

এ খাত থেকে কর আদায়ের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কিছু ক্ষেত্র ব্যতীত প্রায় সব টিআইএন ধারীদের আয়কর রিটার্ন দাখিল করা বাধতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম।

সোমবার (১৭ আগস্ট) চলতি অর্থবছরের রাজস্ব আদায় পরিকল্পনা সংক্রান্ত ভার্চ্যুয়াল সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।

এনবিআর চেয়ারম্যান বলেন, অর্থমন্ত্রীর নির্দেশে অটোমেশনকে সর্বোচ্চ গুরত্ব দেওয়া হয়েছে। রাজস্ব আদায় বৃদ্ধি করার লক্ষ্যে যেকোনো করদাতা ১০ শতাংশ কর দান করেল তার বিনিয়োগকৃত অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলা হবে না। ব্যাংক ডিপোজিটে তার ইনভেস্টটেড অ্যামাউন্টের উপর ১০ শতাংশ কর দান করেল তার বিনিয়োগকৃকত অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলা হবে না। পাশাপাশি হোল্ডিং ট্যাক্স রিটার্ন দাখিল করার আওতা বৃদ্ধি করা হয়েছে। নন লিস্টেড বাংলাদেশি ব্যাংক, ইন্সুরেন্স অ্যান্ড নন ব্যাংকিং ফাইনান্সিয়াল ইনস্টিটিউশনের করহার সাড়ে ৩৭ শতাংশ হতে ৪০ শতাংশ করা হয়েছে। তাছাড়া করোনা পরিস্থিতি উন্নতি হওয়া সাপেক্ষে কর নির্ধারণ, দাবি সৃষ্টি ও আদায়, অডিট মামলা নিষ্পত্তি,  বকেয়া কর আদায়, ব্যবস্থাপনা গতিশীল করা, হাইকোর্টের মামলা দ্রুত নিষ্পত্তিসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৩৪৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
এমআইএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।