ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কৃষি ঋণ বিতরণ ও আদায় বেড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
কৃষি ঋণ বিতরণ ও আদায় বেড়েছে

ঢাকা: চলতি অর্থবছরের প্রথম সাত মাসে কৃষি ঋণ বিতরণ ও আদায় দুটোই আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজে কৃষি খাতের জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ায় ব্যাংকগুলো ঋণ বিতরণে আগ্রহী হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, অর্থবছরের প্রথম সাত মাসে ব্যাংকগুলো ১৪ হাজার ১৪৯ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করেছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৩ হাজার ১০৪ কোটি টাকা। বিতরণ বেড়েছে ১০ হাজার ৪৫ কোটি টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই থেকে জানুয়ারি মাস পর্যন্ত ব্যাংকগুলো ১৬ হাজার ৫৬ কোটি টাকার কৃষি ঋণ আদায় করেছে। আগের অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ১৩ হাজার ৫২৮ কোটি টাকা। আদায় বেড়েছে ২৫২৮ কোটি টাকা।

চলতি ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২৬ হাজার ২৯২ কোটি টাকা। বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করবে ১১ হাজার ৪৫ কোটি টাকা। বেসরকারি ও বিদেশি খাতের ব্যাংকগুলো বিতরণ করবে ১৫ হাজার ২৪৭ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।