ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ান ব্যাংক লিমিটেড ও ধামাকা শপিং'র মধ্যে চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
ওয়ান ব্যাংক লিমিটেড ও ধামাকা শপিং'র মধ্যে চুক্তি সই ওয়ান ব্যাংক লিমিটেড ও ধামাকা শপিং'র মধ্যে চুক্তি সই.

ঢাকা: সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেড এবং ধামাকা শপিং'র মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি সই হয়েছে।

চুক্তি অনুসারে, ওকে ওয়ালেট এবং ধামাকা শপিং ডিজিটাল ইকো সিস্টেম তৈরির মাধ্যমে তাদের গ্রাহকদের জন্য যুগোপযোগী  সলিউশন এবং অফার নিয়ে আসবে।

ওকে ওয়ালেট অ্যাপের মাধ্যমে ওকে ওয়ালেট গ্রাহকরা ধামাকা শপিং'র ই-কর্মাস প্লাটর্ফম ব্যবহার করে বিভিন্ন প্রোডাক্ট অতি সহজে কিনতে এবং মূল্য প্রদান করতে পারবেন।

ওয়ান ব্যাংক লিমিটেডের হেড অব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আ জ ম ফয়েজ উল্যাহ চৌধুরী এবং ধামাকা শপিং'র ব্যবস্থাপনা পরিচালক এস এম ডি জসীম উদ্দিন চিস্তী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন। চুক্তি সই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।