ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরগুনায় কাঁচা মরিচের দাম কমেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
বরগুনায় কাঁচা মরিচের দাম কমেছে ...

বরগুনা: বরগুনায় পৌর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমেছে ১৭ শতাংশ। সপ্তাহখানেক আগে কাঁচা মরিচের দাম ছিল ২০০-২২০ টাকা কেজি।

আজ বাজারগুলোতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে।

বুধবার (১৮ আগস্ট) বাজারগুলোতে ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

কাঁচা মরিচের দাম বেশি থাকার কারণ জানতে চাইলে বিক্রেতারা জানান, প্রতি বছর এই সময়ে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পায়। সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছিল। আজ ঢাকা থেকে একটি মিনি ট্রাকে কাঁচা মরিচ আনায় দাম কিছুটা কমেছে। তবে ঢাকা, খুলনা, যশোর, বেনাপোলে সরবরাহ না বাড়লে আবার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

বরগুনা সদর উপজেলা কৃষি সম্পদ সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, কৃষি জমিতে জলাবদ্ধতার কারণে সবজি ক্ষেত নষ্ট হয়েছে। তাই বাজারে সবজি, কাঁচামরিচের দাম বেশি ছিল।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।