ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অসহায়-দুস্থদের পাশে জনতা ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
অসহায়-দুস্থদের পাশে জনতা ব্যাংক

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা করেছে জনতা ব্যাংক।  

শোক দিবসে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৫০০ পরিবারের মধ্যে চাল, তেল, পেঁয়াজ, লবনসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

 

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে মতিঝিলে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচে এ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।  

এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি পালন করছে জনতা ব্যাংক। কর্মসূচির অংশ হিসেবে ঢাকাসহ সারাদেশে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশের সব বিভাগ, জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে ত্রাণ বিতরণ করা হচ্ছে। যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করছে জনতা ব্যাংক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক ভবনের মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান, জনতা ব্যাংক সিবিএ উপদেষ্টা সিরাজুল ইসলাম, গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এসই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।