ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ধানমন্ডিতে ‘সেলাই’র চতুর্থ শাখা চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
ধানমন্ডিতে ‘সেলাই’র চতুর্থ শাখা চালু

ঢাকা: রাজধানীর ধানমন্ডির অরচার্ড পয়েন্ট শপিং কমপ্লেক্সে চালু হয়েছে ফ্যাশন ব্র্যান্ড ‘সেলাই’র চতুর্থ শাখা।  ​​​​ইতোমধ্যে রাজধানীর গুলশান, বনানী ও উত্তরাতে তিনটি শাখা রয়েছে ‘সেলাই’র।

শুক্রবার (২৭ আগস্ট) রাতে আনুষ্ঠানিকভাবে এই শাখার উদ্বোধন করা হয়।  

‘সেলাই’র কর্ণধার ও নারী উদ্যোক্তা রুবাবা আকতার বলেন, ধানমন্ডিবাসীদের অনেক দিনের চাহিদার প্রতিফলন এটি। এর আগে তাদের শপিং করতে শহরের যানজট ও কোলাহল পেরিয়ে আমাদের বনানী আউটলেটে যেতে হতো। তবে এখন থেকে ‘সেলাই’র অরচার্ড পয়েন্টের এই আউটলেটটিতেই এক্সক্লুসিভ সব কালেকশন পেতে যাচ্ছেন ধানমন্ডিবাসী।  

‘সেলাই’র আরেক কর্ণধার আরিফ চৌধুরী বলেন, আমরা ক্রেতা বান্ধব সেবা দিয়ে থাকি। ক্রেতারা আমাদের কাছে আশীর্বাদ। আমরা আমাদের ধানমন্ডি শাখাকে এমনভাবে সাজিয়েছি যেন তারা ঘরোয়া পরিবেশে শপিংয়ের অভিজ্ঞতা পায়।  

অথেনটিক পাকিস্তান পোষাক বিক্রি করে থাকে সেলাই। আউটলেটের পাশাপাশি ফেসবুক পেজের মাধ্যমেও দেশজুড়ে ডেলিভারি সুবিধা দেয় সেলাই।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
এসএইচএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।