ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

উইমেন’স বিজনেস এন্টারপ্রাইজ সার্টিফিকেশন চালু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
উইমেন’স বিজনেস এন্টারপ্রাইজ সার্টিফিকেশন চালু

ঢাকা: যেসব ব্যবসা কমপক্ষে ৫১ শতাংশ নারী-মালিকানাধীন, পরিচালিত ও নিয়ন্ত্রিত তাদের জন্য উইকানেক্ট ইন্টারন্যাশনাল চালু করেছে উইমেন’স বিজনেস এন্টারপ্রাইজ সার্টিফিকেশন। উইকানেক্ট ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন একটি বিশ্বব্যাপী স্বীকৃত মূল্যায়ন প্রক্রিয়া, যা বিশ্বের ৪৮টি দেশে কাজ করছে।

এটি নারী-মালিকানাধীন ব্যবসার প্রসারে এবং অন্য বড় ক্রেতা যারা জেন্ডার-অন্তর্ভুক্তিমূলক সোর্সিংয়ের জন্য কাজ করে, তাদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
    
সার্টিফিকেশনের মাধ্যমে নারী মালিকানাধীন ব্যবসাগুলো গ্লোবাল ডাটাবেইজে তাদের কোম্পানি প্রোফাইল লিস্ট করে তাদের অনলাইন ভিজিবিলিটি বৃদ্ধি করতে পারবে, যে ডাটাবেইজে ১২,০০০+ রেজিস্টার্ড ও ১,০০০+ সার্টিফাইড নারী-মালিকানাধীন সাপ্লাইয়ার্স আছে। ১০টি ভাষায় অ্যাভেইলেবল এই ডাটাবেইজটি বিশ্বের বৃহৎ করপোরেশনগুলোসহ অন্য মেম্বার ক্রেতাদের দ্বারা ব্যবহৃত হয়। যেসব ব্যবসাগুলো সার্টিফাইড তারা তাদের পণ্যে বৈশ্বিকভাবে স্বীকৃত উইমেন ওউনড (Women Owned) লোগো ব্যবহার করতে পারবে, যা তাদের ব্যবসার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সার্টিফাইড হয়ে ভার্চ্যুয়ালি ও ব্যক্তিগতভাবে ‘মিট দ্যা মেম্বার’ সেশনে বড় ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবে যারা ছোট প্রেজেন্টেশন বা পিচ শুনতে এবং ফিডব্যাক দিতে প্রস্তুত। এছাড়া আছে উইকানেক্ট ইন্টারন্যাশনাল সদস্যদের দ্বারা নির্বাচিত ভিত্তিতে প্রস্তাবিত আনুষ্ঠানিক মেন্টরশিপ প্রোগ্রাম, উইকানেক্ট একাডেমিতে ব্যক্তিগতভাবে এবং ভার্চ্যুয়াল ওয়েবিনারভিত্তিক প্রশিক্ষণ এবং সক্ষমতা তৈরির প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ।  

উইকানেক্ট ইন্টারন্যাশনালের সিইও ও ফাউন্ডার এলিজাবেথ এ ভাজকেজ বলেন, ‘সার্টিফিকেশন প্রক্রিয়া বিভিন্ন সরবরাহকারীদের সাথে ব্যয় বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে মেম্বার ক্রেতারা ভেরিফাইড নারী-মালিকানাধীন ব্যবসাগুলোর সাথে কাজ করতে আশ্বস্ত হয় এবং এটা তাদের অন্তর্ভুক্তিমূলক সোর্সিং প্রচেষ্টায় বিশ্বাসযোগ্যতা তৈরি করে। ’  
  
বাংলাদেশে উইকানেক্ট ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন চালু হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের করপোরেট কানেক্ট প্রকল্পের অধীনে, যার অর্থায়ন করছে উইমেন এন্টারপ্রেনারস ফাইন্যান্স ইনিশিয়েটিভ (We-Fi)।  প্রকল্প, সার্টিফিকেশন বা প্রশিক্ষণে অংশগ্রহণের বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: bangladeshweconnect@weconnectinternational.org 

উইকানেক্ট ইন্টারন্যাশনাল পরিচিতি 
উইকানেক্ট ইন্টারন্যাশনাল একটি সদস্য-নেতৃত্বাধীন, বৈশ্বিক অলাভজনক প্রতিষ্ঠান, যা যোগ্য নারী-মালিকানাধীন সাপ্লাইয়ার্সদের সঙ্গে বৃহৎ করপোরেট, বহুপাক্ষিক এবং সরকারি ক্রেতাদের সঙ্গে পৃথিবীজুড়ে কাজ করে। এটি ১৩০টিরও বেশি বহুজাতিক ক্রেতাদের সঙ্গে কাজ করে, যা ১ ট্রিলিয়ন ডলারের বেশি সম্মিলিত বার্ষিক ক্রয় ক্ষমতাসম্পন্ন। এটা ১২৫টিরও বেশি দেশে নারী-মালিকানাধীন ব্যবসা থেকে সার্ভিস ও পণ্য সোর্সিং করতে প্রতিশ্রুতিবদ্ধ। উইকানেক্ট ইন্টারন্যাশনাল মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থিত নারীদের ব্যবসায়িক উদ্যোগকে নিবন্ধিত, সার্টিফাইড করে, যা কমপক্ষে ৫১ শতাংশ মালিকানা, পরিচালিত এবং এক বা একাধিক নারীদের দ্বারা নিয়ন্ত্রিত। আরও তথ্যের জন্য পরিদর্শন করুনঃ www.WEConnectInternational.or
 
ওয়ার্ল্ড ব্যাংক পরিচিতি
ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ একটি অনন্য বৈশ্বিক পার্টনারশিপ, যা দারিদ্র্য হ্রাস করে ও উন্নয়নশীল দেশগুলোতে সমৃদ্ধি শেয়ার করে টেকসই সমাধানে পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ১৮৯টি দেশের সঙ্গে কাজ করছে এবং এটি বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য ফান্ডিং এর বৃহত্তম উৎস। আরও তথ্যের জন্য পরিদর্শন করুন: www.worldbank.org 

উই-ফাই পরিচিতি
উইমেন এন্টারপ্রেনারস ফাইন্যান্স ইনিশিয়েটিভ (We-Fi) ১৪টি দেশের (অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ডেনমার্ক, জার্মানি, জাপান, নেদারল্যান্ড, নরওয়ে, রাশিয়ান ফেডারেশন, সৌদি আরব, কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র) সঙ্গে সহযোগী পার্টনারশীপ, ৬টি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক এবং অন্য সরকারি ও বেসরকারি অংশীদারদের নিয়ে গঠিত ইনিশিয়েটিভ। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপে অবস্থিত উই-ফাই নারী উদ্যোক্তাদের বাধা মোকাবিলায় ফাইন্যান্স, মার্কেট, টেকনোলজি ও মেন্টরিংয়ের মাধ্যমে বিলিয়ন ডলার আনলক করতে চায়। আরও তথ্যের জন্য পরিদর্শন করুন: www.we-fi.org 

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১ 
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।