ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সৈয়দপুরের বাজারে ‘ভারতীয় সুন্দরী’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
সৈয়দপুরের বাজারে ‘ভারতীয় সুন্দরী’

নীলফামারী: লাল টুকটুকে। দেখতে ভারী চমৎকার।

একবার নজর পড়লে ফিরে তাকানো যায় না। আপনাকে আকর্ষণ করে মনটা কেড়ে নেবেই।  

হ্যাঁ, এসব সুন্দরীদের আনাগোনা বেড়েছে উত্তরের বাণিজ্যিক শহর নীলফামারীর সৈয়দপুরে। বলছি ‘ভারতীয় সুন্দরী’ আমের কথা।

শহরের প্রতিটি ফলমূলের দোকানে থরে থরে সাজানো হয়েছে ভারতীয় সুন্দরী এসব আম। প্রতি কেজির দাম হাঁকা হচ্ছে ৪০০ টাকার মতো। কিনছেন মধ্যবিত্ত ও উচ্চবিত্ত ক্রেতারা। অনেকে ছোট্ট ছেলে-মেয়েদের আবদার রাখতে কিনছেন। সেক্ষেত্রে দরাদরিতে ৩৫০ টাকায় কেজি দেওয়া হচ্ছে। পাইকারিরা এসব আম কিনছেন ২০০-২৫০ টাকা কেজিতে।  

বিসমিল্লাহ ফল ভাণ্ডারের আড়তদার বাদশা বাংলানিউজকে বলেন, ক্রেতার চাহিদার কারণে এসব আম এনে হিমাগারে রেখে পরবর্তীতে বিক্রি করছি।  

আরেক বিক্রেতা শরাফত আলী বলেন, ভারতীয় সুন্দরী আম দেখতে ভালো। স্বাদও ভালো। তবে দাম একটু বেশি হওয়ার কারণ, দু’একদিনের মধ্যে এই লাল টুকটুকে আমটি বিক্রি না হলে চুপসে যায়। তখন পুরোটাই ক্ষতি হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।