ঢাকা: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে তিনটি কোম্পানি ওয়ালটন গ্রুপ, নেসলে বাংলাদেশ এবং ঔষধ কোম্পানি রেনেটা লি. তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ১৪ কোটি ৬৩ লাখ ৩৩ হাজার টাকা জমা দিয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে দেশি-বিদেশি কোম্পানি তিনটির প্রতিনিধিরা সাক্ষাত করে নিজ নিজ কোম্পানির লভ্যাংশের চেক হস্তান্তর করেন।
ওয়ালটন গ্রুপের তিনজন ডেপুটি ম্যানেজিং ডিরেকটর নজরুল ইসলাম সরকার, মোহাম্মদ আরমগীর আলম সরকার, মুহাম্মদ ওমর ফারুক রিপনের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল তাদের গত এক বছরের লাভের পাঁচ ভাগের এক দশমাংশ ৯ কোটি ২৯ লাখ ৬৫ হাজার ৩১৪ টাকার চেক হস্তান্তর করেন।
রেনেটা লিমিটেড এর পক্ষে জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র দাস তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৩ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৬৬০ টাকার চেক এবং নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দিপাল আবেউইকরেমা এর নেতৃত্বে তাদের কোম্পানির লভ্যাংশ এক কোটি ৯৭ লাখ ৭৮৭ টাকার চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেকটর কর্নেল শাহাদত আলম, নেসলে বাংলাদেশের ফাইনান্স এন্ড কন্ট্রোল ডিরেকটর নমিত মিশ্র এবং রেনেটা লিমিটেডের ব্যবস্থাপক সুকুমার চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
দেশী বিদেশী মিলে আড়াই’শো কোম্পানি তাদের লভ্যাংশের নিদিষ্ট অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিয়মিত জমা দিচ্ছে। আজ পর্যন্ত এ তহবিলে জমার পরিমাণ ৬৬৫ কোটি টাকা।
বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
জিসিজি/এনএইচআর