ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জেসিআই বাংলাদেশ ‘সুহুর নাইট’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
জেসিআই বাংলাদেশ ‘সুহুর নাইট’ অনুষ্ঠিত

প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ আয়োজিত ‘সুহুর নাইট-২০২২’।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দিনগত রাত থেকে শুরু করে অনুষ্ঠানটি চলে সাহরির শেষ সময় পর্যন্ত।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি ছিলেন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন শাখয়াত হোসেন মামুন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি জেনারেল জিয়াউল হক ও জেসিআই বাংলাদেশের ফার্স্ট লেডি ও উদ্যোক্তা তাসমিনা আহমেদ শ্রাবণী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, ‘সুহুরের এমন আয়োজনে এবারই প্রথম অংশ নিলাম। শুধুমাত্র এই অনুষ্ঠানটির জন্যই আমি কক্সবাজার থেকে ঢাকায় এসেছি। চমৎকার আয়োজনটি আমার বেশ ভালো লেগেছে। জেসিআই বাংলাদেশের জন্য শুভ কামনা। ’

জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘সুহুর নাইটের মাধ্যমে আমরা সবাই এখানে এক হতে পারলাম, এটাই ভালো লাগার বিষয়। পবিত্র মাসের এই আয়োজনে ধর্মীয়ভাবে যাতে বিতর্কিত কিছু না করা হয়, সেদিকে আমরা খুবই সচেতনভাবে খেয়াল রেখেছি। ইনশাআল্লাহ সামনের দিনেও আমরা এমন আয়োজন আবারো করব। ’

‘সুহুর নাইট-২০২২’ এর সিওসি হিসেবে দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এম কামরুল চৌধুরী। তিনি বলেন, ‘সুহুর নাইটে শুধু আমরা খাবো-এমনটা ভাবিনি। তাই এই অনুষ্ঠান উপলক্ষে শহরের প্রায় ৪০০ সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে আমরা খাবার বিতরণ করেছি। তারা তৃপ্তি নিয়ে খেয়েছেন, এতেই আমাদের অনুষ্ঠানটি সফল ও সার্থক হয়েছে। ’

অনুষ্ঠানের কো-সিওসি জেসিআই ঢাকা আপটাউনের লোকাল প্রেসিডেন্ট পারভেজ আহমেদের সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানটিতে সংগঠনটির প্রায় ২৫০ সদস্য উপস্থিত ছিলেন। মূল অনুষ্ঠান শেষে ইসলামি সংগীত পরিবেশন করেন আবু রায়হান ও ফরহাদ হোসেন।

উল্লেখ্য, জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের সমন্বয়ে গড়া আন্তর্জাতিক একটি সংগঠন। মানসম্মত সমাজ গড়ার লক্ষ্যে বাংলাদেশে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে জেসিআই বাংলাদেশ। এখন এই সংগঠনটির ১২০টিরও বেশি দেশে প্রায় চার লাখেরও বেশি সক্রিয় সদস্য রয়েছেন।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।