ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি

ঢাকা: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে অন্য প্রতিষ্ঠানের মতো পুঁজিবাজারের লেনদেনেও সময়সূচি পরিবর্তন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও কমিশন মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

তিনি জানান, আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে দেশের উভয় শেয়ারবাজারে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। এরপর দুপুর ১টা ৫০ মিনিট থেকে পোস্ট ক্লোজিং সেশন ২টা পর্যন্ত চালু থাকবে।

বর্তমানে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
এসএমএকে/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।