ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ আগস্ট) পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা ছয় কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকের পতন হলো।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট কমে ৬ হাজার ২৮০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৭৯ ও ২২৪৩ পয়েন্টে অবস্থান করছে।
বুধবার ডিএসইতে এক হাজার ১৩৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৩৫৪ কোটি টাকা কমেছে। আগের দিন ডিএসইতে এক হাজার ৪৮৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
বুধবার ডিএসইতে ৩৮০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৭১টি কোম্পানির, কমেছে ২১৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হচ্ছে- অরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি, ম্যাকসন স্পিনিং, মেট্রো স্পিনিং, অরিয়ন ইনফিউশন, অলিম্পিক, সামিট অ্যালাইন্স, বিএসসি ও বিএসসিসিএল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫০৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৩৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টির কোম্পানির শেয়ার দর।
বুধবার সিএসইতে ২৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৫ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৩ লাখ টাকার।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
এসএমএকে/জেডএ