ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পাবনার নগরবাড়ী ঘাটে বসুন্ধরার কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২২
পাবনার নগরবাড়ী ঘাটে বসুন্ধরার কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা

পাবনা: পাবনার আমিনপুর উপজেলায় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা ১৪২৯ অনুষ্ঠিত হয়েছে।

এতে কিং ব্র্যান্ড সিমেন্ট সেরা বিক্রেতা হিসেবে পুরস্কৃত হয়েছেন ৮ জন ব্যবসায়ী।

এছাড়া আরও ৩৯ জনকে বিশেষ বিক্রেতা হিসেবে পুরস্কৃত করা হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পাবনা জেলার আমিনপুর থানার নগরবাড়ী ঘাটে জাঁকজমক ও বর্ণাঢ্য আয়োজনে এ হালখাতা অনুষ্ঠিত হয়।  

পাবনার আমিনপুরের নগরবাড়ী ঘাট এলাকায় দিনব্যাপী বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট লিমিটেডের কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতায় পাবনার আমিনপুর, বেড়া, সাঁথিয়া উপজেলার শতাধিক সিমেন্ট ব্যবসায়ী অংশ নেন।

নগরবাড়ী ঘাট এলাকার বসুন্ধরা সিমেন্টের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স ফিরোজা ট্রেডার্সের আয়োজনে হালখাতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেসার্স ফিরোজা ট্রেডার্সের স্বত্বাধিকারী এ এম আসাদ উল্লাহ্‌ ফুয়াদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের নর্থ উইং হেড (সেলস) জিল্লুর রহমান।  

হালখাতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের পাবনা জেলার এরিয়া সেলস ম্যানেজার শফিকুল ইসলাম শফিক, বসুন্ধরা সিমেন্টের পাবনার এরিয়া সেলস ম্যানেজার আব্দুর রউফ, পাবনার বেড়া উপজেলার টেরিটরি সেলস ম্যানেজার মাসুদ পারভেজ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এম সাজিদউল্লাহ ও আবু মোহাম্মদ আহসানুল হাবীব।  

এছাড়া হালখাতা অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের পাবনা এরিয়ার রিটেইলার, প্রকৌশলী, ঠিকাদার, টেরিটরি সেলস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

হালখাতা অনুষ্ঠানে সেরা ৮ জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে প্রথম পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি জিতে নেন পাবনার সাঁথিয়া উপজেলার মেসার্স রবিউল ইসলাম ট্রেডার্সের মালিক রবিউল ইসলাম, দ্বিতীয় পুরস্কার হিসেবে মাইক্রোওভেন জিতে নেন পাবনার নগরবাড়ীর মেসার্স জারা ট্রেডার্সের আবু মো. জাকিরুল্লাহ, তৃতীয় পুরস্কার হিসেবে পাবনার কাশিনাথপুরের শাহিন ট্রেডার্স ইলেকট্রিক ওভেন জিতে নেন শামিম মিয়া।

এছাড়া ৩৯ জন রিটেইলারকে সাধারণ উপহারে পুরস্কৃত করা হয়। হালখাতা অনুষ্ঠানে উপস্থিত শতাধিক রিটেইলারকে সাধারণ গিফট দেওয়া হয়।  

এর আগে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের পাশাপাশি মধ্যাহ্নভোজের আয়োজন ছিল।  

বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের পাবনা জেলার এরিয়া সেলস ম্যানেজার শফিকুল ইসলাম শফিক বাংলানিউজকে জানান, স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট হিসেবে বেশ জনপ্রিয় বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট।

তিনি আরও জানান, বুয়েট টেস্টে নিয়মিত ভালো ফলাফল আসে। এবং সরকারি-বেসরকারি সব প্রকৌশলী সেক্টরে দীর্ঘদিন থেকে সুনাম রয়েছে।  

বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের নর্থ উইং হেড (সেলস) জিল্লুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের কিং ব্র্যান্ড সিমেন্ট অকৃত্রিম বন্ধুত্ব স্থাপন করতে সক্ষম হয়েছে, এটা প্রমাণ রাখে আপনাদের উপস্থিতি। বসুন্ধরা গ্রুপ শুধু কিং ব্র্যান্ড সিমেন্ট না, সব পণ্যের কোয়ালিটিতেই কোনো আপস করে না।  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্থাপনায়ও কিং ব্র্যান্ড সিমেন্ট ব্যবহৃত  হয়েছে। এছাড়াও দেশের রংপুরের গঙ্গাচড়া সেতু, খুলনার রূপসা সেতু, পিরোজপুরের বেকুটিয়া সেতুসহ অনেক সরকারি-বেসরকারি স্থাপনা নির্মিত হয়েছে।

তিনি আরও বলেন, কিং ব্র্যান্ড সিমেন্টের প্রতি ভোক্তাদের আস্থা দিন দিন বাড়ছে। এছাড়া সারাদেশে কিং ব্র্যান্ড সিমেন্ট বিক্রির দিক থেকে সবার ওপরে স্থান করে নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩২০২২

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।