ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাস্টার্স ফাইনাল পরীক্ষা শুরু ৯ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
মাস্টার্স ফাইনাল পরীক্ষা শুরু ৯ ফেব্রুয়ারি

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।  

বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি ও এম মিউজ (নিয়মিত/অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ উন্নয়ন) শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এ পরীক্ষা চলবে এ বছরের ২১ মার্চ পর্যন্ত। সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি বাদে প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিটে এ পরীক্ষা শুরু হবে।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩ 
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।